নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: সরকারি তরফে একাধিক প্রতিশ্রুতির পরও পানিগোবরা দরবার শরীফের উন্নয়ন না হওয়ার অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন পীরজাদা হাফেজ মাওলানা মোঃ হাসানুজ্জামান আজিজি। জানা গিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের মাটিয়া থানার অন্তর্গত মুসলিমদের বিশেষ তীর্থক্ষেত্র পানিগোবরা দরবার শরীফে বার্ষিক ইছালে সওয়াবে হাজার হাজার মানুষের সমাগম হয়। সরকারের কাছে পানিগোবরার পীরজাদারা একাধিক বার পর্যাপ্ত পানীয় জল, টয়লেট, পর্যাপ্ত আলো সহ একাধিক দাবি করা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন পীরজাদা হাসানুজ্জামান। এ দিন ইসালে সওয়াব অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পীরজাদা হাসানুজ্জামান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে নিশানা করে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি হুশিয়ারি দেন ‘আমরাও লড়াই করতে জানি, আমরা দাবি আদায় করতে জানি, মুখ খোলাবেন না। ভোটের আগে পানিগোবরা দরবার শরীফে বিধায়ক সাংসদরা আসেন প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু তা পালন করা হয় না’ বলেও মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct