এম মেহেদী সানি ও জুলফিকার মোল্লা, নিউটাউন, আপনজন: বাড়িতে বাবার নিথর দেহ, মুখাগ্নি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসল ছাত্রী। হঠাৎই পৃথিবীটা যেন কালো অন্ধকারে ঢেকে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভাগ্যশ্রী মন্ডলের। হাবড়া-১ ব্লকের মছলন্দপুর-১ গ্রাম পঞ্চায়েতের বেলেডাঙ্গা গ্রামের ছাত্রী ভাগ্যশ্রীর ভাগ্যে এভাবেই যে আকাশ ভেঙে পড়বে তা কে জানত! ভাগ্যশ্রীর বাবা অনিমেষ মন্ডল গত ১২ বছর ধরে রাজস্থানের উদয়পুর এলাকায় হাতুড়ে ডাক্তারের কাজ করতেন। বাড়িতে স্ত্রী সহ দুই মেয়ে থাকেন। বড় মেয়ে ভাগ্যশ্রী মন্ডল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং ছোট মেয়ে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। ১৫ মার্চ বুধবার রোগী দেখতে বেরিয়েছিলেন সেই সময় পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন। হাসপাতালে ভর্তি করা হলে ১৭ মার্চ শুক্রবার পরিস্থিতির অবনতি হয়ে তার মৃত্যু হয়। সোমবার সকালে অনিমেষ মন্ডল এর নিথর দেহ বাড়ি ফেরে। বাড়ি ফিরতে কান্নায় ভেঙে পড়ে পরিবার। সবাই ভেঙে পড়লেও বুকের চাপা কান্না লুকিয়ে রেখে শ্মশানে বাবার মুখাগ্নি করার পর ইতিহাস পরীক্ষায় বসল চাতরা নেতাজি বালিকা শিক্ষা নিকেতনের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এ বছর তাঁর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা কেন্দ্র পড়েছে মছলন্দপুর ভূদেব স্মৃতি বালিকা বিদ্যালয়ে। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মছলন্দপুর-১ গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস কুমার ঘোষ। তিনি বলেন, পরিবারের একমাত্র রোজগেরে তাকে হারিয়ে অসহায় আজ পরিবার। দুই বোনের পড়াশোনার পাশাপাশি তাদের পরিবারের পাশে থাকব।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct