রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: গ্রামীণ এলাকার মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে পাঁচটি স্বনির্ভর গোষ্ঠী এবং ১৯ জন ব্যক্তিকে প্রায় ৩৩ লক্ষ টাকা লোন প্রদান করল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ব্লক প্রশাসন। সোমবার রাজ্য সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ বিডিও অফিসে এই লোন প্রদান করা হয়। এদিনের লোন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিডিও কৃষ্ণ চন্দ্র মুন্ডা, যুগ্ম বিডিও দীপক কুমার মাইতি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মোহাম্মদ তাসিরুদ্দিন, পূর্ত কর্মাধ্যক্ষ সহিদুল হক, মাইনোরিটি লোন দপ্তরের ফিল্ড সুপারভাইজার ওবায়দুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এদিন মোট ১৯ জন ব্যক্তিকে ২২ লক্ষ টাকা ব্যবসায়িক লোন প্রদানের পাশাপাশি ব্লকের পাঁচটি স্বয়ম্বর গোষ্ঠীকে ১১ লক্ষ টাকা লোন প্রদান করা হয়। সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে স্বনির্ভরতার পদক্ষেপে লোন পেয়ে খুশি প্রাপকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct