আপনজন ডেস্ক: কেনতারো ইয়োকোবারি। তার জন্মের আগে ২৫ বছরের মধ্যে কাওয়াকামি গ্রামে কোনো শিশু জন্ম নেয়নি। তার জন্ম গ্রামবাসীর কাছে অলৌকিক ছিল। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাকে দেখতে মিহো ও হিরোহিতো দম্পতির বাড়িতে ভিড় করেছিলেন শুভাকাঙ্ক্ষীরা। ঘটনাটি জাপানের সোগিও জেলার প্রত্যন্ত গ্রামে। সেই গ্রামের প্রায় সবাই প্রবীণ। তাদের মধ্যে কিছু শিশু রয়েছে, যারা সবেমাত্র হাঁটতে পারে। ইয়োকোবারির জন্মের সময়ের স্মৃতি স্মরণ করে মিহো বলেন, 'তাঁকে দেখে গ্রামের সবাই খুব খুশি হয়েছিলেন। লাঠিতে ভর দিয়ে চলাফেরা করা বয়স্ক মহিলাও আমার বাচ্চাকে কোলে নেওয়ার জন্য এসেছিলেন।' নবজাতক ছাড়া গ্রামটিতে জনসংখ্যা অর্ধেকেরও বেশি কমে ১ হাজার ১৫০ জনে নেমে এসেছে। যেখানে ৪০ বছর আগেও গ্রামটির জনসংখ্যা ছিল ৬ হাজার। অনেকে গ্রামটি ছেড়ে চলে যাওয়ায় এবং বয়স্কদের মৃত্যুর কারণে কাওয়াকামিতে জনসংখ্যা দ্রুত কমে যায়। অনেক বাড়ি পরিত্যক্ত হয়ে গেছে। কাওয়াকামি জাপানের অসংখ্য ছোট গ্রামীণ শহর ও গ্রামগুলোর একটি, যেগুলো ধীরে ধীরে মানুষহীন হয়ে পড়ছে। দেশটির ৯০ শতাংশেরও বেশি মানুষ এখন টোকিও, ওসাকা ও কিয়োটোর মতো শহুরে এলাকায় বাস করেন। এ পরিস্থিতি গ্রামীণ এলাকা এবং বনজ ও কৃষির মতো শিল্পগুলোকে একটি গুরুতর শ্রমঘাটতির সম্মুখীন করেছে। ২০২২ সাল নাগাদ কৃষি ও বনায়নে কর্মরত লোকের সংখ্যা ১৯ লাখে নেমে এসেছে। ১০ বছর আগেও এ সংখ্যা ছিল ২২ লাখ ৫০ হাজার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct