সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল গরু পাচার মামলার জেরে জেল হেফাজতে। জেলার বুকে হিসাব বহির্ভূত আয়ের তদন্তে বহু নেতা সন্দেহভাজনদের তালিকায়। অনুব্রত মন্ডলের হিসাব রক্ষক মনিশ কোঠারিকে গ্রেপ্তার করার পর থেকেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।সেই সাথে উঠে আসছে মনিশ কোঠারির বিপুল পরিমাণ সম্পত্তির কাগজ পত্র। এবারে প্রকাশ্যে এলো মনিশ কোঠারির সাথে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ ও তার স্ত্রী তথা বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্না ঘোষের যৌথ জমির কাগজ। অনুব্রত মন্ডলের আয় বহির্ভূত সম্পত্তির পাশাপাশি তার হিসাব রক্ষক মনিশ কোঠারির সম্পত্তি নিয়েও ইতিমধ্যেই শুরু হয়েছে ইডির নজর। সেই সূত্রে এবার ইডির নজরে অনুব্রত মণ্ডলের একদা ঘনিষ্ঠ তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ ও তার স্ত্রী পর্ণা ঘোষ। ইলামবাজার এলাকার গোপালনগর গ্রামে প্রায় কুড়ি বিঘা জমি কেনা হয়েছে। যার বাজার মূল্য পনেরো কোটি টাকা। এই জমির মালিকানা রয়েছেনমনিশ কোঠারিও তার পরিবারের আত্মীয়রা পাশাপাশি বোলপুরের তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষ ও পর্ণা ঘোষের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct