রঙ্গিলা খাতুন, বড়ঞা, আপনজন: উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলাকালীন মাইক-বক্স বাজিয়ে তৃণমূলের দলীয় প্রগ্রামের চলল নাচ-গান, খাওয়া-দাওয়া হইহুল্লর। এমনই চিত্র দেখা গেল সোমবার স্কুল চলাকালীন ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন হল মুর্শিদাবাদের কান্দি মহকুমার বড়ঞা ব্লকে নীমা প্রাথমিক বিদ্যালয়ে।সোমবার ছিল বড়ঞা ২ নম্বর অঞ্চলে ‘দিদি সুরক্ষা কবচ’ কর্মসূচি। সেই মতোই নিমা গ্রামের প্রাথমিক স্কুল পরিদর্শনের কথা ছিল তৃণমূল বিধায়কের। তবে শিক্ষকদের কথায়, সেই সময় ছিল সকাল নটা থেকে দশটা পর্যন্ত। কিন্তু এগারোটা পেরিয়ে গেলেও কার্যত স্কুলের ক্লাস বন্ধ করে, মাইক-বক্স বাজিয়ে নাচ-গান, হুল্লোড় চলল স্কুলেই। আর যার রীতিমত বসে-বসে দেখলেন স্কুল শিক্ষক থেকে ছাত্রছাত্রী ও উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা, বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি রবীনকুমার ঘোষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মাহে আলম-সহ পুর ব্লক তৃণমূল নেতৃত্ব।স্কুল চলাকালীন কিভাবে তৃণমূলের প্রগ্রাম চলতে পারে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এ বিষয়ে প্রধান শিক্ষক জানান, ‘বিদ্যালয় থেকে কিছুটা দূরে অনুষ্ঠান হচ্ছিল, মাইকের আওয়াজ অসুবিধা হচ্ছিল। নিষেধ করা সত্ত্বেও বন্ধ করেনি।’শুধু তাই নয় স্কুলের মিড ডে মিলের ঘরে তৃণমূলের দলীয় অনুষ্ঠানের জন্য হয় রান্না। যদিও অভিযোগ স্বীকার করে নিয়ে বড়ঞা বিধায়ক জীবনকৃষ্ণ সাহা জানিয়েছেন, “ সকাল ১১টা পর্যন্ত প্রোগ্রাম হয়েছে। তারপর কোনও প্রোগ্রাম হয়নি। স্কুলের কিছু সময় নষ্ট হয়েছে। “
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct