আপনজন ডেস্ক: রোহিঙ্গাদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়ে দ্বিপাক্ষিক পাইলট প্রকল্প সম্পর্কে ইউএনএইচআরসি অবগত, তবে আলোচনায় সংশ্লিষ্ট নয়। রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি। বিবৃতিতে ইউএনএইচ আরসি জানায়, সম্ভাব্য প্রত্যাবাসনে রোহিঙ্গাদের সাথে দেখা করতে মায়ানমারের একটি প্রতিনিধি দলের বাংলাদেশে সফর সম্পর্কে তারা অবগত। তবে রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে ইউএনএইচ আরসি-এর অবস্থান অপরিবর্তিত রয়েছে। মায়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের ফিরে যাওয়ার জন্য অনুকূল নয়। আরও জানায়, ইউএনএইচআরসি মনে করে, প্রতিটি শরণার্থীর পছন্দের ভিত্তিতে দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে; কোনো শরণার্থীকে তা করতে বাধ্য করা উচিত নয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct