আপনজন ডেস্ক: আই-এর চ্যাটজিপিটি আগামীদিনে প্রযুক্তি জগতে ঝড় তুলেতে চলেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রম্পটের ওপর ভিত্তি করে জেনারেটিভ চ্যাটবট ব্যবহার করে বিস্তারিত প্রতিক্রিয়া দেয়। এক হাজার শব্দের রচনা, জটিল অঙ্কের সমাধান, আবেদনপত্র, এমনকি জটিল কোনো কোড এসবেরই উত্তর দিতে পারে চ্যাটজিপিটি। কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এই চ্যাটবটটি। কিন্তু আশঙ্কার বিষয়, এর এত সব উপকারিতার ফলে আগামীদিনে বহু মানুষ চাকরিতে হারাতে পারেন।এক সমীক্ষায় দেখা গিয়েছে, প্রায় অর্ধেক মার্কিন কোম্পানি তাদের ব্যবসায় চ্যাটজিপিটি প্রয়োগ করেছিল। তারা কর্মীদের জায়গায় এআই লাগিয়েছিল।এর ফলে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই নয়, সারা বিশ্বে সব শিল্পের কর্মীরা তাদের চাকরি হারানোর ভয় পাচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি-জিপিটি ৪-এর উন্নত সংস্করণও চালু করেছে। কিন্তু এআই কোম্পানি বলছে, এআই চ্যাটবট মানুষকে প্রতিস্থাপন করতে পারে না। এটি মানুষের জন্যই তৈরি করা হয়েছে। তবে নতুন উন্নত জিপিটি-৪-এর ক্ষমতা পরীক্ষা করার জন্য প্রশান্ত রঙ্গাস্বামী নামের এক টুইটার ব্যবহারকারী নিজেই এআইকে জিজ্ঞাসা করেছিলেন যে, এটি কাকে প্রতিস্থাপন করতে পারে। জিপিটি-৪কে ২০টি কাজের নাম দিতে বলেন, যেগুলো জিপিটি-৪ প্রতিস্থাপন করতে পারে। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাকে ‘সংখ্যা, চাকরি এবং মানবিক বৈশিষ্ট্য প্রতিস্থাপন’সহ একটি ফর্মে উত্তরের চার্ট করতে অনুরোধ করেন। জানা মতে, এআই মানুষকে সহায়তা করার জন্য তৈরি করা হলেও, হতবাক করার মতো এর উত্তর পাওয়া যায় । এখানে ওই ২০টি কাজের তালিকা দেওয়া হলো, যা জিপিটি-৪ প্রতিস্থাপন করতে পারে ডাটা এন্ট্রি ক্লার্ক, কাস্টমার সার্ভিস রিপ্রেজেনটেটিভ, প্রুফ রিডার, প্যারালিগাল, বুককিপার, ট্রান্সলেটার, কপিরাইটার, মার্কেট রিসার্চ অ্যানালিস্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অ্যাপয়েন্টমেন্ট শিডিউলার, টেলিমার্কেটার, ভার্চুয়াল অ্যাসিসট্যান্ট, ট্রান্সকিপ্টার, রিপোর্টার, ট্রাভেল এজেন্ট, গৃহশিক্ষক, টেকনিক্যাল সাপোর্ট, অ্যানালিস্ট, ইমেইল মার্কেটার, কনটেন্ট মডারেটর ইত্যাদি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct