সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বীরভূম জেলা কমিটির উদ্যোগে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের প্রতিবন্ধীদের নিয়ে স্পোর্টস ফেস্টিভাল- ২০২৩ নামক কর্মসূচির মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় । বীরভূমের নলহাটি শহরের হরিপ্রসাদ হাইস্কুল মাঠ প্রাঙ্গণে রবিবার জেলার বিভিন্ন ব্লক এলাকা থেকে প্রায় ২০০ জন প্রতিবন্ধী খেলায় অংশগ্রহণ করে। প্রতিবন্ধীদের ধরন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। দৌড়, লৌহবল নিক্ষেপ, দীর্ঘ লম্পন, মিউজিকাল চেয়ার, হুইলচেয়ার ইত্যাদি ইভেন্টের মাধ্যমে খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বীরভূম জেলা কমিটির সম্পাদক বদরুদ্দোজা সেখ ও সভাপতি নুরুল ইসলাম, কয়থা উচ্চ বিদ্যালয়ের শারীর শিক্ষা বিষয়ক শিক্ষক স্বপন লেট, নলহাটি বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক করুনা সিন্ধু মন্ডল, আটগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রবিদাস সহ বহুবিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলাশেষে অংশগ্রহণকারীদের মধ্যে ফুল, মেডেল,শংসাপত্র সহ বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। উল্লেখ্য আগামী ১০ই জুলাই ২০২৩ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর পক্ষ থেকে দিল্লি চলো কর্মসূচি অভিযান রয়েছে।এদিন সে বিষয়ে ও প্রচার অভিযান চালানো হয়। প্রতিবন্ধীদের জন্য ২০১৬ সালের সরকারি যে আইন, সেই আইন লাগু করার লক্ষ্যেই তাদের এই কর্মসূচি। আজকের অনুষ্ঠান সহ দিল্লি চলো বিষয়ক কর্মসূচি সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন পশ্চিম বঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর জেলা সম্পাদক বদরুদ্দোজা সেখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct