আপনজন ডেস্ক: আগেও হুমকি দিয়েছিলেন, এবার বলিউড তারকা সালমান খানকে সরাসরি খুন করার হুমকি দিলেন এক কুখ্যাত গ্যাংস্টার। বলিউড অভিনেতাকে সরাসরি বলা হয়েছে, সামনাসামনি দেখা করতে। একই সঙ্গে হুঁশিয়ারি, কথা না শুনলে ‘ঝটকা’ খাবেন। যেমনটা হয়েছে সিধু মুশেওয়ালার ক্ষেত্রে। রাতে মেইলে এসেছে হুমকি চিঠি। অফিসের কাজের জন্য সালমান যে ই-মেইল আইডি ব্যবহার করেন সেখানেই পাঠানো হয়েছে মেইলটি। এই ঘটনায় অভিনেতার অভিযোগ পেয়ে একটি এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ। একই সঙ্গে তারা জানিয়েছে, ইমেলটি পরীক্ষা করে দেখছেন তারা।ই-মেইলটি পাঠানো হয়েছে মোহিত গর্গ নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে। সে্ই মেইলে লিখেছেন গোল্ডি ব্রার'র উদ্দেশ্যে। যিনি সালমানের এই কাজগুলি সামলান। মেইলে লেখা ছিল, 'গোল্ডি ভাই (গোল্ডি ব্রার) কথা বলতে চায় তোর বস সালমানের সঙ্গে।কিছু হিসাব চোকাতে হবে। কথা বলিয়ে দিস। কথা হবে মুখোমুখি। সেটা বলে দিস। এখনও হাতে সময় আছে। তাই মনে করিয়ে দিলাম। সময় পেরিয়ে গেলে আর মনে করাবো না। তখন শুধু ঝটকা দেব।' শনিবারই সলমনকে নিয়ে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের একটি সাক্ষাৎকারও প্রকাশ্যে এসেছে। সেই সাক্ষাৎকারে লরেন্স সরাসরিই সালমানকে খুন করার হুমকি দিয়েছেন। এমনকি, এ কথাও বলেছেন যে, সালমানকে খুন করাই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। সিধু মুসেওয়ালা হত্যা মামলায় ইতিমধ্যেই জেলবন্দি লরেন্স। তবে তার পরও হুঙ্কার থামেনি তাঁর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct