নিজস্ব প্রতিনিধি, মালদা, আপনজন: টুকলিতে বাধা দেওয়ায় সোমবার বিকেলে পরীক্ষা শেষে মালদা জেলার রতুয়া ভালুকা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। ঘটনাটি মালদা রতুয়া হাই মাদ্রাসা (উচ্চ মাধ্যমিক) -এর ঘটনা। শুধু তাই নয় পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা রাস্তায় চিরকুট ফেলে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ। পরীক্ষার্থীদের অভিযোগ, ক্লাসে সাত থেকে আট জন শিক্ষক গার্ড দিচ্ছে। বাথরুম করার সময় পর্যন্ত দিচ্ছে না। আর তারই প্রতিবাদে পরীক্ষা শেষে রাস্তায় চিরকুট ছড়িয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্ররা। এর আগেও ওই জেলায় একটি স্কুলে পরীক্ষা চলাকালীন কড়া নজরদারি থাকায় ব্যাপক ভাঙচুর চালায় ছাত্ররা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার প্রথম দিনে জেলাশাসক বিভিন্ন পরীক্ষা সেন্টার গুলিতে ঘুরে নজরদারি ব্যবস্থা ঠিকমতো রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। সোমবার ছাত্রদের টুকলি করতে না দেওয়ায় তাদের এই অবরোধের ঘটনাকে কেন্দ্র করে বিস্মিত সাধারণ মানুষজন। অবরোধের দরুন এদিন রাজ্য সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় । দুর্ভোগে পড়েন সাধারণ মানুষজন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct