বিশেষ প্রতিবেদক, সাগরদিঘি, আপনজন: সাগরদীঘি ব্লক শাখার উদ্যোগ, এবং কাবিলপুর অঞ্চল মোকামী গুলির যৌথ ব্যবস্থাপনায় একটি “ব্যক্তি ও সমাজ জীবনে ইসলামিক জীবন ব্যবস্থার বাস্তব প্রয়োগ- পথ ও পন্থা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার, কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের এই বিশেষ আলোচনা সভায় সাগরদিঘী ব্লকের প্রায় দুই শতাধিক মসজিদের ইমাম ও বিশিষ্ট ব্যাক্তিগনের উপস্থিতিতে আলোচনা সম্পন্ন হয়। এদিনের এই আলোচনায় আলোচক হিসাবে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের জমঈয়াতে আহলে হাদীস-এর আমির শাইখ আব্দুল্লাহ সালাফী সাহেব তিনি “দারসে কুরআন সম্পর্কে” আলোচনা করেন। উপস্থিত ছিলেন তাজাম্মুল হক সালাফী তিনি “রিসালাত” সম্পর্কে আলোচনা করেন। উপস্থিত ছিলেন নাজমে আলম সানাবিলি। তিনি “সমাজ পরিবর্তনের পদ্ধতি” নিয়ে আলোচনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোহম্মদ কুতুবুদ্দিন তিনি “বিদাত ও তার ভয়াবহতা” বিষয়ের উপর আলোচনা করেন। বিশিষ্টদের মাঝে উপস্থিত ছিলেন জমঈয়াতে আহলে হাদীস সাগরদীঘি ব্লক কমিটির সম্পাদক মোঃ ফাইজুদ্দিন আসারী, কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, শব্দর আলী, মনিরুজ্জামান, হাজিকুল ইসলাম প্ৰমুখ। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সমগ্র আলোচনা সভাটি সুচারুরূপে সঞ্চালনা করেন কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুর্শিদ সারওয়ার জাহান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct