নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: এবার পুরীতে পশ্চিমবঙ্গের গেস্ট হাউস তৈরি হতে চলেছে। পুরীতে ঘুরতে যাওয়া এ রাজ্যের ভ্রমণপিপাসু মানুষজনের আর থাকা খাওয়ার সেখানে অসুবিধা হবে না। ওড়িশার পুরীতে এবার রাজ্যের গেস্ট হাউস গড়ে উঠতে চলেছে নবান্নর উদ্যোগ। কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের পুরীতে গেস্ট হাউস করা যায় কিনা সে বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। এবার সেই পরিকল্পনা কার্যকরী করার পথে এগোতে চলেছে নবান্ন। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার ওড়িশা সফরে গেস্ট হাউস পরিকল্পনার রূপরেখা তৈরি করতে নিজে বিশেষ উদ্যোগ নেবেন। ওড়িশার মুখ্যমন্ত্রীর নবীন প্রার্থনায়কের সঙ্গে দেখা করার সময় তিনি এই ইচ্ছের কথা প্রকাশ করবেন বলে সূত্রের খবর। পুরী সংলগ্ন কোন এলাকায় গেস্ট হাউস তৈরি করা যেতে পারে সেই এলাকা পরিদর্শন করার কথা মুখ্যমন্ত্রীর। শুধু তাই নয় সেখানে গিয়ে জমি কেনা নিয়ে চূড়ান্ত অনুমোদনও দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য রাজ্যের পূর্ত দফতরের কয়েকজন আধিকারিকও তার সফর সঙ্গী হয়ে সেখানে যাচ্ছেন বলে সূত্রের খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct