মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: সবুজায়নের লক্ষ্যে বাতাসের অক্সিজেন এর পরিমাণ বৃদ্ধি করতে খন্ডবন নাম দিয়ে সবুজ ছোট ছোট বন তৈরি করছেন জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরী। খন্ডঘোষের শুনিয়া এলাকায় তামলি পুকুরে এরকম একটি খণ্ডবন উদ্বোধন হয়। যেখানে প্রায় দের হাজার গাছ গোটা এলাকাকে সবুজ ও মনোরম করে তুলেছে। পাখির কুহু কুহু আওয়াজ ও গাছের শীতল হাওয়া জায়গাটিকে দর্শনীয় করে তুলেছে। আবারো কিছু গাছ লাগিয়ে রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ও মিশনের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক মোল্লা শফিকুল ইসলাম তার মা সওকোতারা বেগমের নামে একটি খন্ডবন তৈরি করলেন। এই খন্ডবন তৈরির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার অরূপ চৌধুরী, জেলা পরিষদের সদস্য তথা শিক্ষক বিশ্বনাথ রায়, সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন এর প্রধান শিক্ষক মোঃ সেলিম ও সহ্কারী প্রধান শিক্ষক বাদশা , গয়েশপুর হাই মাদ্রাসার শিক্ষিকা রোজিনা,মাছখান্ডা হাই স্কুলের শিক্ষ্ক রাজেশ ও তেঁতুলমুড়ি হাই মাদ্রাসার শিক্ষক আবজেল ,গাছ নিয়ে কাজ করা মোহাম্মদ রফিক সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। অরূপ চৌধুরী বলেন, এই ছোট ছোট খন্ডবন তৈরি করে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় বলেন. এই খন্ডবন তৈরিতে যদি তাদের কোন সাহায্য এবং সহযোগিতা লাগে এমনকি গাছ লাগে তাহলে তারা তার ব্যবস্থা করবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct