রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষে মা কায়েমা বিবির হাত দিয়ে হাসপাতালের উদ্বোধন করালেন ছেলে। রবিবার মুর্শিদাবাদের নিমতিতা রেলগেটের পাশে সবজি মার্কেট সংলগ্ন এলাকায় নবরূপে পথচলা শুরু করলো এম লাইফ স্ক্যান হাসপাতাল নামে একটি নার্সিংহোম। এদিনের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান, সুতির বিধায়ক ঈমানী বিশ্বাস, খাদ্য কর্মদক্ষ মইদুল ইসলাম, জুলফিকার আলি, কৌশিক দাস হাসপাতালের, কর্ণধার মোরসালেম সেখ, মানুয়ার হোসেন, মিরসেদ সেখ ও মামুদ হোসেন(টিঙ্কু) সহ অন্যান্য বিশিষ্টজনেরা। হাসপাতালের কর্ণধারদের মা কায়েমা বিবির হাত দিয়ে এম কাইফ স্ক্যান হাসপাতালের উদ্বোধন করা হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে একহাজার গরিব দুঃস্থ মানুষদের ফ্রি চিকিৎসা করানো হয়। হাসপাতালের কর্ণধার মোরসালিম সেখ জানান, এলাকাটি মূলত বিড়িশ্রমিক অধ্যুষিত। গ্রামীন এলাকার মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে এই হাসপাতালের পথচলা। খুব অল্প ব্যয়ে সাধারণ মানুষ এখানে চিকিৎসা করতে পারবেন। সাংসদ খলিলুর রহমান বলেন, প্রান্তিক মানুষের চিকিৎসার সুবিধার্থে হাসপাতালটি ব্যাপক কাজে লাগবে। সাধারণ মানুষ উপকৃত হবেন। মায়ের হাত দিয়ে হাসপাতালের উদ্বোধন করায় উদ্যোক্তাদের প্রশংসা করেন সাংসদ ও বিধায়ক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct