সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, বিজেপির দুই কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ইন্দাস বিধানসভার শ্রীকরা গ্রামে সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগে যান ইন্দাস বিধানসভার বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা। জনসংযোগে গিয়ে এলাকার সাধারণ মানুষদের বিক্ষোভের মুখে পড়তে হলো বিজেপি বিধায়ককে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়েন বিজেপি বিধায়ক। সাধারণ মানুষরা নয় তৃণমূল কর্মীরাই তাকে বিক্ষোভ দেখিয়েছে এবং বিজেপির দুজন কর্মীকে মারধর করেছে এমনটাই দাবি বিজেপি বিধায়কের। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ইতিমধ্যেই বিজেপি কর্মীদের মারধরের সেই ভিডিও ভাইরাল। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোন রকম ভাবেই যুক্ত নয় এমনটাই জানান ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ। সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি জানান ,নির্মল কুমার ধারা বিজেপি বিধায়ক হিসেবে জয়লাভ করার পর সাধারণ মানুষের কোন উন্নয়ন করেনি তাই সাধারণ মানুষরাই বিধায়ককে কাছে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। তৃণমূলের কেউ বিজেপির কাউকে মারধর করেনি বিজেপি মিথ্যা অভিযোগ করছে। শ্রীকরা সংসদের বুথ সভাপতি বাসুদেব মাঝি জানান , আমার বাড়িতে বিধায়ক এসেছিল এখানে একটি কালভার্ট হওয়ার কথা তা পরিদর্শন করেন তিনি। তখন তৃণমূলের কর্মীরা বিধায়কের গায়ে হাত তোলার চেষ্টা করে এবং দুজন কর্মীকে মারধর করে। আমার প্রাণনাশের আশঙ্কা রয়েছে রয়েছে বলেও জানান তিনি। লক্ষ্মী মাঝি নামে এক গ্রামবাসী জানান , একশ দিনের কাজের টাকা পায়নি ঘর হয়নি অথচ ভোটের সময় হলেই বিধায়ক চলে আসছে। তাই বিধায়ককে দেখে আমরা বিক্ষোভ দেখালাম।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct