আপনজন ডেস্ক: এক দশক আগে ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক করতে যাচ্ছে মিসর ও তুরস্ক। মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি বলেছেন, রাষ্ট্রদূত পর্যায়ে সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা ‘উপযুক্ত সময়ে’ হবে। মিশর সফরে আছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেলভুত কাভুসগলু। শনিবার দেশটির রাজধানী কায়রোয় পৌঁছান তিনি। এর মধ্যদিয়ে দীর্ঘ এক দশক পর আবারো দুই দেশের শীর্ষ দুই কূটনীতিক এক টেবিলে বসলেন। উল্লেখ্য, ২০১৩ সালে মিশরের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হয়। তৎকালীন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি অবৈধভাবে ক্ষমতা দখল করেন। এ ঘটনায় চরম প্রতিক্রিয়া দেখায় তুরস্ক। দেশ দুটির মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি হয়। শনিবার কায়রোয় মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরির সঙ্গে এক বৈঠকে মিলিত হন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct