আপনজন ডেস্ক: দুই অঙ্কের কোঠা ছুঁয়েছেন মাত্র চার জন। সমান সংখ্যক ব্যাটার ফিরেছেন শূন্য হাতে। গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১১৭ রানে অলআউট হয় ভারত। স্বাগতিকদের বিধ্বস্ত করে ‘ফাইফার’ তুলে নেন অজি পেসার মিচেল স্টার্ক। গড়েন রেকর্ড। পরে দাপুটে ব্যাটিং দেখিয়ে ১০ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। গতকাল বিশাখাপট্টমে দ্বিতীয় ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমে ২৬ ওভারে অলআউট হয়ে যায় ভারত। স্বাগতিক দলের অধিনায়ক রোহিত শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, কেএল রাহুল এবং মোহাম্মদ সিরাজের উইকেট নেন মিচেল স্টার্ক। ওয়ানডে ক্রিকেটে অজি পেসারের ৯ম ‘ফাইফার’ এটি। এতে ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চবার পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন স্টার্ক। এর আগে এককভাবে সর্বোচ্চ (৯টি) পাঁচ উইকেট নেয়ার রেকর্ডটি ছিল সাবেক পেসার ব্রেট লি’র। ২০০০ থেকে ২০১২ সাল পর্যন্ত মোট ২২১ ম্যাচ খেলে ৪.৭৬ ইকোনমিতে ৩৮০ উইকেট নেয়ার পথে ৯ বার ফাইফার নেন ব্রেট লি। ৯ ফাইফার নেয়ার পথে ১০৯ ম্যাচে ২১৯ উইকেট নেন মিচেল স্টার্ক। স্টার্কের রেকর্ড গড়া বোলিংয়ে বিধ্বস্ত হয়ে লজ্জার কীর্তি গড়েছে ভারত। এটি (১১৭ রানের ইনিংস) ওয়ানডে ফরম্যাটে অজিদের বিপক্ষে ভারতের তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার বাজে অভিজ্ঞতাটি হয়েছিল ১৯৮১ সালে। সিডনিতে এক ওয়ানডে ম্যাচে অজিদের কাছে মাত্র ৬৩ রানে অলআউট হয় ভারতীয়রা। তালিকার দুইয়ে ২০০০ সালের এক ম্যাচ। সে বছরের ১৪ই জানুয়ারি সিডনিতে ভারতকে ১০০ রানে অলআউট করেছিল অস্ট্রেলিয়া।
গতকাল টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানে প্রথম উইকেট হারায় ভারত। ‘ডাক’ মারেন শুভমন গিল। দলীয় ৩২ রানে দ্বিতীয় উইকেট হিসেবে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ১৫ বলে ২ বাউন্ডারিতে ১৩ রান করেন ভারতীয় অধিনায়ক। ভারতের ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ বিরাট কোহলির। ৩৫ বলে ৪ বাউন্ডারিতে ৩১ রান করেন তিনি। অক্ষর প্যাটেল ২৯ বলে ১ চার ও ১ ছক্কায় ২৯ রান করে অপরাজিত থাকেন। রবীন্দ্র জাদেজার সংগ্রহ ১৬ রান। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোঠা। ফাইফার নেয়া মিচেল স্টার্ক ৮ ওভারে ৫৩ রান খরচ করেন। তিনটি উইকেট পান শন অ্যাবট। ৬ ওভারে ২৩ রান দেন তিনি। নাথান এলিসের সংগ্রহ ২ উইকেট। ভারতের দেয়া স্বল্প টার্গেটে দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শের অবিচ্ছেদ্য ১২১ রানের জুটিতে ৩৯ ওভার হাতে রেখে জয় বন্দরে পৌঁছায় অজিরা। জয়ের ম্যাচে অপরাজিত ফিফটি হাঁকান দুই ওপেনার হেড ও মার্শ। ৩০ বলে ১০ বাউন্ডারিতে ৫১ রান করেন ট্রাভিস হেড। আর ৩৬ বলে ৬ চার ও ৬ ছক্কায় ৬৬ রান করেন মিচেল মার্শ। ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন মোহাম্মদ সিরাজ। ৩ ওভারে ৩৭ রান দিয়েছেন এই পেসার। এছাড়া মোহাম্মদ শামি ৩ ওভারে ২৯, অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৫ রান দেন। হার্দিক পান্ডিয়া ১ ওভারেই দেন ১৮ রান। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১তে সমতা টানলো অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় পায় ভারত। আগামী ২২শে মার্চ চেন্নাইয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct