নির্বাচিত প্রশ্ন নিয়ে বিশেষ সাজেশন উচ্চমাধ্যমিক ২০২৩
সৌনাভ মান্না (শিক্ষক, সাউথ পয়েন্ট ইনস্টিটিউট, হাওড়া)
ভূগোল
ভৌমজলের কাজ
পর্যায়নের মাধ্যম কি কি?
কাস্ট ভূমিরূপের শর্ত
ভৌম জলের নিয়ন্ত্রক, স্তরের বিবরণ কি কি
আকুইফার ও আকুইটাইড পার্থক্য
স্টালাকমাইট ও স্টালাকটাইট পার্থক্য, গিজার সৃষ্টির কারণ
সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ
সামুদ্রিক ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ।
প্রবাল প্রাচীরের শর্ত, শ্রেণি
রিয়া ও ফিয়র্ড উপকূলের পার্থক্য
স্টাক ও স্ট্যাম্প পার্থক্য
ক্ষয়চক্র
ডেভিসের স্বাভাবিক ও ক্ষয়চক্রে বিবরণ দাও
পুনযৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ লেখো
পেডিপ্লেন ও পেনিপ্লেন পার্থক্য
মোনাডনক ও ইনসেলবার্গ পার্থক্য
জলনির্গম প্রণালী
ভুতাত্ত্বিক গঠন কিভাবে জলনির্গম প্রণালী কে প্রভাবিত করে?
কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ জলনির্গম প্রনালী,
বৃক্ষরুপী ও জাফরুপী জলনির্গম প্রনালী,
জাফরুপী ও আয়তাকার জলনির্গম প্রণালী পার্থক্য
পূর্ববর্তী, অধ্যারোপিত, পুনভবা নদী কাকে বলে??
মৃত্তিকা
মাটি সৃষ্টিতে আদিশিলা, জলবায়ু, ভুপ্রকৃতি প্রভাব।
এলুভিয়েশন ও ইলুভিয়েশন পার্থক্য
মাটি সংরক্ষণ পদ্ধতি লেখো।
ভাটিসল, মলিসল, হিস্টোসল, অক্সিসল, এন্টিসল, আন্ডিশল মাটি বর্গের বৈশিষ্ট লেখো।
মাটি পরিলেখ এর স্তর গুলির পরিচয় দাও।
বায়ুমন্ডলীয় গোলযোগ
মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক লেখো
ক্রান্তীয় ও নাতিশীতস্নো ঘূণবাত পার্থক্য
ঘূণবাত ও প্রতীপ ঘূণবাত পার্থক্য
উষ্ণ ও শীতল সীমান্ত পার্থক্য
এল নিনো ও লা নিনা পার্থক্য
জেট বায়ুর জীবনচক্র।
নাতিষীতশ্ন ঘূর্ণিবাতের জীবনচক্র
ত্রিকোষ মডেলের বিবরণ দাও
জলবায়ুর শ্রেণীবিভাগ
মৌসুমি ও ভুমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য
ভুমধ্যসাগরীয় জলবায়ু শীতকালে আদ্র কেন?
জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ
জলজ ও মরু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট কি
আলোকপ্রেমী ও আলোকবিদ্বেষী উদ্ভিদের পার্থক্য
জেরোফাইট, হ্যালোফাইট, হাইড্রোফাইট বৈশিষ্ট লেখ
জলবায়ুর পরিবর্তন
গ্রীন হাউস এফেক্ট গুলি লেখো.
ওজোন স্তর ক্ষয়ের প্রভাব লেখো।
জলবায়ু পরিবর্তন মানুষের প্রভাব লেখো
জীববৈচিত্র
এক্স সিটু ও ইন সিটু পার্থক্য
জীববৈচিত্র বিনাশে মানুষের ভূমিকা লেখো।
জীববৈচিত্র গুরুত্ব
অর্থনৈতিক ভূগোল
কৃষিকাজ
শস্য প্রগাঢ়তা ও শস্য সমনয় কাকে বলে এর গুরুত্ব, বৈশিষ্ট লেখো ?
নীল বিপ্লব, শেত বিপ্লব সুবিধা, গুরুত্ব।
শ্রীলংকা নারকেল, চা চাষে উন্নত কেন।
দক্ষিণ ভারতে কফি চাষে উন্নত কেন?
ভারতে বাজার কেন্দ্রিক উদ্যান কৃষির বৈশিষ্ট ও গুরুত্ব এবং উন্নতির কারণ?
নিবিড় কৃষি জীবিকা ভিত্তিক কৃষি উন্নত কেন
ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর হয় কেন বা একে বাণিজিক কৃষি বলে কেন?
ভারতে ডাল,চিনাবাদাম ও সয়াবিন
চাষের অনুকূল পরিবেশ ও সমস্যা লেখো।
ভারতে গম চাষে উন্নত কেন? ভারেত গবাদী পশু অধিক
হলেও ও দৌহ শিল্পে উন্নত কেন ?
শিল্প
আইসোটিম , আইসােডােপেন ক্রিটিকাল আইেসােডােপন পণ্যসূচক কি।
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ভারতে
উন্নতির কারণ এবং সুবিধা ও অসুবিধা লেখ ?
আমেরিকা যুক্তরাষ্ট্র তে মোটর গাড়ি নির্মাণ (ডেট্রয়েট ) শিল্প
উন্নত কেন?
কানাডা কাগজ শিল্পের গড়ে ওঠার কারণ ?
মালেয়িশয়াতে রাবার শিল্পের উন্নতির কারণ?
ভারতে কাগজ শিল্পের সমস্যা কি।
কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণ ?
জাপানের লৌহ ইস্পাত শিল্প বন্দর কেন্দ্রিক কেন?
পশ্চিম ভারতের কার্পাস শিল্প গড়ে ওঠার কারণ কি?
আমেরিকার নিউইংল্যান্ড থেকে দক্ষিণ দিকে কার্পাস বয়ন শিল্পের স্থানন্তরের কারন?
পেট্রোরসায়ন শিল্পের সংজ্ঞা ও গুরুত্ব
ভারতের রূঢ় ও উদীয়মান শিল্প কাকে বলে এবং কেন?
তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর কার্যকলাপ
সোনালী চতুভূজ কি
সুয়েজ খালের গুরুত্ব
পরিবহন ও যোগাযোগ পার্থক্য
WTO এর গুরুত্ব
কোয়াটার্নারী ও কুইনারি পার্থক্য
জনসংখ্যা
জনবিবর্তন মডেলের পর্যায় লেখো.
জনসংখ্যার অসমবন্টনের কারণ কি
জনসংখ্যা বন্টন পরিব্রাজনের প্রভাব কি
কাম্য জন্যসংখ্যা কি, বৈশিষ্ট
লিঙ্গ অনুপাতের গুরুত্ব
উন্নত ও উন্নয়নশীল পিরামিডের পার্থক্য
জনবসতি
গোষ্ঠীবদ্ধ, রৈখিক, বিক্ষিপ্ত বসতির গড়ে ওঠার কারণ.
কার্যাবলী অনুযায়ী পৌর বসতির শ্রেণীবিভাগ করো
ভারতে নগরায়নের সমস্যা
গোষ্ঠীবদ্ধ, রৈখিক, বিক্ষিপ্ত বসতির পার্থক্য
আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন
ব্যাঙ্গালুরু ইলেকট্রিক শিল্পে উন্নত কেন
ছত্রিশগড় এর শিল্প খনিজ
হলদিয়া
বন্দর বা শিল্প গড়ে ওঠার কারণ
পরিকল্পনা অঞ্চল কি, বৈশিষ্ট, স্তর লেখো
ক্ষুদ্র ও বৃহৎ পরিকল্পনা অঞ্চলের পার্থক্য লেখো
অর্পণ বন্দ্যোপাধ্যায় (প্রধান, ইতিহাস বিভাগ, ব্রিলিয়ান্ট ইন্টারন্যাশনাল স্কুল বিহার)
ইতিহাস
প্রথম অধ্যায়
1. পেশাদারি ইতিহাস বললে কি বোঝ ? পেশাদারি ইতিহাসের সঙ্গে অপেশাদারি ইতিহাসের তুলনামূলক পার্থক্যগুলি আলোচনা কর ?
2. মিথ( উপকথা) ও লিজেন্ড( পুরাকাহিনী) বলতে কি বোঝ ? অতীতের বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে ?
দ্বিতীয় অধ্যায়
1. উপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ব আলোচনা করো?
2. সাম্রাজ্যবাদ কাকে বলে ? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি আলোচনা কর ?
3. ওপনিবেশিক সমাজ জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো ?
তৃতীয় অধ্যায়
1. ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা কর ?
2. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও ?
3. পলাশী ও বক্সারের যুদ্ধের তুলনামূলক আলোচনা কর ?
4. ভারতের অবশিল্পায়নের কারণগুলি কি ছিল ? ভারতীর অর্থনীতির উপর এর প্রভাব আলোচনা কর ?
চতুর্থ অধ্যায়
1. চীনের চৌঠা মে আন্দোলনের কারণ বিশ্লেষণ কর ? এই আন্দোলনের প্রভাব বিস্তার কর ?
2. চীনের ওপর আরোপিত অসম চুক্তি বলতে কী বোঝোয় ? এই অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তির বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ?
অথবা,
চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও ?
3. সমাজ ও শিক্ষা সংস্কারের রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর?
4. বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা কর। এর সীমাবদ্ধতা কি ছিল?
5. ব্রিটিশ শাসনে ভারতে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও ?
পঞ্চম অধ্যায়
1. লখনৌ চুক্তির শর্তাবলি উল্লেখ কর। এই শুক্তির গুরুত্ব সম্পর্কে বিস্তৃত আলোচনা কর ?
2. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল। এই হত্যাকাণ্ডের গুরুত্ব আলোচনা করো ?
3. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট আলোচনা কর। এই আইনের গুরুত্ব কি ছিল ?
4. পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা কর ?
ষষ্ট অধ্যায়
1. ১৯৪২ সালের ভারত ছাড়ো আইনের উপর একটি নিবন্ধ লেখ ?
অথবা,
১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা কর। এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ সম্পর্কে টীকা লেখ ?
3. ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা কর ?
সপ্তম অধ্যায়
1. সুয়েজ সংকটের তাৎপর্য ব্যাখ্যা কর। এই সংকটে ভারতের ভূমিকা আলোচনা কর ?
2. ঠান্ডা লড়াই কি ? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি আলোচনা কর ?
3. ট্রুম্যান নীতি কি ? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য গুলি কি ছিল ?
4. কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত বিবরণ দাও ?
অষ্টম অধ্যায়
1. অপ- উপনিবেশিকরণ বলতে কী বোঝ ? রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক তাৎপর্য আলোচনা কর ?
2. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা কর ?
3. স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবর রহমানের ভূমিকা আলোচনা কর?
4. সার্কের উদ্ভব প্রেক্ষাপট আলোচনা কর। সার্কের উদ্দেশ্য গুলি আলোচনা কর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct