আপনজন ডেস্ক: বাংলাদেশের দুই শিক্ষাবিদ কামরুল হাসান ও আব্দুল কুদ্দুস মন্ডল কে বিশেষ সম্মান জানালো সেহারাবাজার রহমানিয়া আলামিন মিশন। বাংলাদেশের ময়মনসিংহের অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রিন্সিপাল কামরুল হাসান ও ময়মনসিংহের ফুলবাড়িয়ার মডেল মাদ্রাসার উপদেষ্টা আব্দুল কুদ্দুস মন্ডলকে এই সম্মান জানানো হয় । আগামী দিনে রহমানিয়া আলামিন মিশন ও ময়মনসিংহের তাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ স্থাপন করে আরো উন্নত শিক্ষার সম্ভাবনার কথা তুলে ধরলেন কামরুল হাসান। ময়মনসিংহ মেডিকেল কলেজে ভারত তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের ছাত্র-ছাত্রীরা বাংলাদেশ সরকারের বৃত্তি নিয়ে পড়াশোনা করে। সেহারা বাজার রহমানিয়া আলামিন মিশন এর ছাত্ররাও যাতে ভালোভাবে সুযোগ পাই তার ব্যবস্থাপনা করবেন বলে জানালেন প্রিন্সিপাল কামরুল হাসান। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষক তথা ওই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্র সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন। সেহারা বাজার রহমানিয়া আল-আমিন মিশনের বর্তমান দায়িত্বপ্রাপ্ত সম্পাদক মোল্লা সফিকুল ইসলাম বলেন সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন রাজ্যের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই এইখানকার ছেলেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে উন্নত আধুনিক পড়াশোনা করে জীবন গঠন করতে পারবে তার ব্যবস্থা রহমানিয়া আলামিন মিশন করছে। রহমানিয়া আল আমিন মিশন এর ছাত্ররা আন্তর্জাতিক থ্রবলে মালয়েশিয়ায় প্রতিনিধিত্ব করেছে। খেলাধুলা শিক্ষা সমস্ত বিষয়ে সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন দেশে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশন এর তরফ থেকে এই সংবর্ধনা পেয়ে বাংলাদেশের এই অতিথিরা খুবই সন্তোষ প্রকাশ করেন । মিশনের তরফ থেকে প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম , সহ্কারী প্রধান শিক্ষক বাদশা সহ মিশনের শিক্ষক অশিক্ষক ও ছাত্ররা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct