খোকার গোঁফ
কোমল দাস
দেখো দাদু, আমার মুখে
তোমার মতো গোঁফ এঁকেছি,
এ কী কথা, বললেটা কী!
কেমন করে খুব পেকেছি?
ফল পেকে তো টুকটুকে হয়
টিপলে ও তো নরম লাগে,
মিলছে না সে হিসাব কিতাব
পাকনা বললে কীসের রাগে?
তোমার চশমা, লুঙ্গিখানা
পরেছি তাই রাগ করেছো?
ও বুঝেছি, তাতেই তুমি
পাকনা বলে জিদ ধরেছো?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct