গীতশ্রী সেন, কলকাতা, আপনজন: সম্প্রতি একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে হারমোনি ইন কালার্স এবং ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশন এর যৌথ উদ্যোগে, অলোক রায় ও বি শেখর (চেয়ারম্যন, ওয়ার্ল্ড আর্ট অর্গানাইজেশন)-এর পরিচালনায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ৩৮ তম আর্টস এক্সিবিশনের শুভ সূচনা হয়।সূচনা করেন প্রখ্যাত অভিনেতা, পরিচালক তথা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী ,বিধায়ক তাপস চট্টোপাধ্যায়,বিশিষ্ট সমাজসেবী ও স্কাউট মাস্টার দেবাশীষ বন্দ্যোপাধ্যায়। প্রদর্শনী চলবে ২০ মার্চ পর্যন্ত। প্রদর্শনী অনুষ্ঠান শুরু হতে না হতেই প্রকাশ পেল লক্ষ টাকা দামের চিত্রকলায় বি. শেখরের অভিনব কাজগুলো। ছবি এঁকেও ডক্টরেট করা যায় এবং ছবি দিয়েও মানুষ যে রোগমুক্ত হতে পারেন সেটা এই প্রদর্শনীতে প্রমাণ করলেন কালার থেরাপী শিল্পি (গিনেস বুক ও বঙ্গ গৌরব সম্মান প্রাপ্ত) বি. শেখর। এদিন চিত্র প্রদর্শনীর পাশাপাশি প্রখ্যাত অভিনেতা, পরিচালক তথা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী উপস্থিতিতে তাপস চট্টোপাধ্যায় হাত দিয়ে প্রখ্যাত কবি ড. কৃষ্ণা বসু ও কবি রবীন্দ্রনাথ রায় সম্পাদিত ‘কবি অন্বেষা’ (তৃতীয় পর্ব) কবিতা সংকলনটির প্রাক্ মোড়ক উন্মোচন হয়। একই সঙ্গে উক্ত অনুষ্ঠানে একটি পোস্টারেরও শুভ সূচনা করেন বিধায়ক তথা অভিনেতা, পরিচালক চিরঞ্জিত চক্রবর্তী এবং বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। এই এক্সিবিশনে প্রায় ২০ জন নবীন ও প্রবীণদের ছবি প্রদর্শিত হয়েছে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত্রি আটটা পর্যন্ত চিত্র প্রেমীদের জন্য খোলা থাকবে। এদিন অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত সকল নবীন-প্রবীণ চিত্রশিল্পিদের হাতে পুরস্কার তুলে দেন চিত্রশিল্পী বি. শেখর। অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বলেন,” ছবি এমন একটা জিনিস যা কোনদিন ভোলার নয়, আর যাঁরা ছবি আঁকেন তাঁরা কোনদিন এই আঁকা বন্ধ করবেন না, এর কোন শেষ নেই, আর কে সম্মান দিল কে দিল না একটা শিল্পীর কাছে সেটা বড় নয়, তাঁর প্রচেষ্টাই তাঁর একমাত্র এগিয়ে যাওয়ার পথ। এই নিয়ে কোনদিন শিল্পীদের মনে কোন দ্বিধা বা দুঃখ থাকার কথা নয়। মাথায় রাখতে হবে তিনি একজন শিল্পী। হাতের বিভিন্ন শিল্পকে তুলি ও রংয়ের মাধ্যমে তুলে ধরাই তাঁর কাজ”। উক্ত অনুষ্ঠানে বিধায়ক, সমাজসেবী ছাড়াও চক্ষু শল্য চিকিৎসক ডা. অনিল কুমার ঘাঁটা, কবি রবীন্দ্রনাথ রায়, অ্যামনেস্টি ইন্ডিয়ার সম্পাদক সুশান্ত সরকার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct