জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: পুরুলিয়ার সুন্দরী অযোধ্যা পাহাড় বেড়াতে এসে বস্ত্র ও পড়ার সামগ্রিক বিতরণ করলেন একদল পর্যটকেরা। জানা যায় কলকাতা থেকে আগত কাস্টম রেক্রিয়েশন ক্লাব ও হেলপিং দা আন্ডার প্রিভিলেজড যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। শনিবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সুন্দরী অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত চুরুমসরেন ও কেন্দুগুটু গ্রামে কাস্টম রেক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে আদিবাসী এলাকায় আট থেকে আশি বৎসরের সকলকে নতুন বস্ত্র ও পড়ার সামগ্রিক প্রদান করা হয়। কাস্টম রেক্রিয়েশন ক্লাবের সদস্যরা জানান,এই মহৎ কাজ আমরা প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও আমরা ক্লাবের পক্ষ থেকে প্রত্যন্ত গ্রাম গুলোতে নতুন বস্ত্র ও পড়ার সামগ্রিক বিতরণ করা হয়। এই বৎসরও আমরা ক্লাবের পক্ষ থেকে এই কর্মসূচি নিয়ে থাকি। এছাড়া তারা আরও জানান,কাস্টম রেক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে বছরের বিভিন্ন সময় সামাজিক কাজ করে আসছে। অযোধ্যা পাহাড়ের প্রত্যন্ত আদিবাসী চুরুমসরেন ও কেন্দুগুটু গ্রামে কাস্টম রেক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে ৩০০ জন আট থেকে আশি সকলকে নতুন বস্ত্র ও পড়ার সামগ্রিক বিতরন করা হয়। গ্রামবাসীরা সাধুবাদ জানান ওই কাস্টম রেক্রিয়েশন ক্লাবকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাস্টম রেক্রিয়েশন ক্লাবের সকল সদস্যগণ সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct