এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করতে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ সভা অনুষ্ঠিত হল শনিবার। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাসের তত্ত্বাবধানে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন জেলার সমস্ত ব্লক এবং পঞ্চায়েত স্তরের সাংগঠনিক এবং প্রশাসনিক নেতৃত্বরা। এদিন মূলত জেলা নেতৃত্বরা আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্লক এবং পঞ্চায়েত স্তরের নেতৃত্বদের দিক নির্দেশনা দেন। উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে কালীঘাটে এক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বদের কাছে বিভিন্ন বার্তা পৌঁছে দিয়ে পঞ্চায়েত নির্বাচন এবং সাধারণ নির্বাচনের জন্য একটি রাজনৈতিক রোডম্যাপ প্রকাশ করা হয়। ‘ঊর্ধতন নেতৃত্বদের সমস্ত নির্দেশিকা ব্লক এবং পঞ্চায়েত স্তরের তৃণমূল নেতৃত্বদের কাছে পৌঁছে দিতেই এই সভা’ বলে জানান বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দাসের কথায়, ‘বনগাঁ সাংগঠনিক জেলার জেলার ৫৩ টি গ্রাম পঞ্চায়েতেই আমরা জয়ী হতে চাই।’ আগামী গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে লড়াইয়ে আহ্বান জানান উপর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি ও বিধায়ক বীনা মন্ডল। বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সাভাপতি নারায়ণ ঘোষ নির্বাচনের আগে দলের সমস্ত সংগঠনকে মজবুত করতে বিভিন্ন পরামর্শ দেন। এ দিনের সভায় উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান রাহমান সরদার। তিনি আপনজন প্রতিনিধিকে জানান, ‘আগামী গ্রাম পঞ্চায়েত ভোটকে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল একাধিক কর্মসূচি গ্রহণ করেছে। দলের ঊর্ধতন নেতৃত্বদের নির্দেশে আগামী ২১ মার্চ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের প্রথম বর্ষ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে গোবরডাঙ্গা টাউন হলে।’ নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এমনই উদ্যোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। শনিবার বনগাঁয় অনুষ্ঠিত তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল এসসি ওবিসি সেলের সভাপতি পিনাকী বিশ্বাস, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল রায়, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ, স্বরুপনগর পঞ্চায়েত সমিতির সভাপতি সঙ্গীতা কর, বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct