আপনজন ডেস্ক: উত্তরের রোববার আয়োজিত ‘বাংলার জন্য বাঙালির সাথে’ আন্তর্জাতিক আলোচনা চক্র অনুষ্ঠিত হল। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের একটি বেসরকারি সভাকক্ষে আয়োজিত এই আলোচনা চক্রে এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার বাঙালির সম্মিলিত উপস্থিতিতে চলে এই বিশেষ আলোচনা চক্র । বিশিষ্ট সংগীত শিল্পী বিভাস রায়ের সূচনা সঙ্গীতের মধ্য দিয়ে এই আলোচনা চক্রের শুভ সূচনা হয়। বাংলাভাষা বাঙালির চেতনা, দ্বিখণ্ডিত বাঙালির বর্তমান পরিস্থিতিসহ নানান দিক নিয়ে আজকের এই আলোচনা চক্রে উপস্থিত সমস্ত সম্মানিত গুণীজনরা আলোচনা করেন। এদিনের এই আলোচনায় বাংলা ভাষার সংকটের নানাদিক উঠে আসে। উঠে আসে একুশে ফেব্রুয়ারির কথা, শিলচরের ভাষা আন্দোলন ১৯ শে মে’র কথা সহ আরো অনেক ভাষা আন্দোলনের ইতিহাস। এই সান্ধ্যকালীন আন্তর্জাতিক আলোচনা চক্রে সভাপতিত্ব করেন বিশিষ্ট অধ্যাপক ও ইতিহাস গবেষক বঙ্গরত্ন হিমাংশু কুমার সরকার এবং বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বিশিষ্ট কবি ও গবেষক অগাস্টিন ক্রুজ ঢাকা বাংলাদেশ, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার বগুড়া বাংলাদেশ, এবং বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক মাননীয় স্বপন কুমার বিশ্বাস। এই বিশেষ আলোচনা শিবিরে চক্রে বাংলাদেশের দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে উত্তরের রোববারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে বিশ্বনাথ লাহা বিশিষ্ট অতিথি অগাস্টিং ক্রুজ এবং শোয়েব শাহরিয়ার হাতে ‘বর্ণালী স্মৃতি সম্মাননা স্মারক’ তুলে দেন। আলোচনা চক্রে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. নব কুমার দাস, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. নির্মল কুমার রায়, অধ্যাপক রিপন সরকার, ড. সুনীল চন্দ, ড. দীপক চন্দ্র বর্মন, তৃপ্তি সান্ত্রা, ডাঃ মনিদীপা বিশ্বাস কীর্তনীয়া, এলড্রিক বিশ্বাস, ঢাকা, শর্মিষ্ঠা বিশ্বাস, বঙ্গরত্ন সুকুমার সরকার, উমাদাস ভট্টাচার্য, ইলা সূত্রধর, চন্দ্রনাথ ব্যানার্জি অগ্নিবীণা, বিশ্বজিৎ ব্যানার্জি অগ্নিবীণা, মিসেস এস. এ. ক্রুস, ঢাকা, দীপক কুমার মন্ডল, হরিপদ সাহা, বরুণ তালুকদার, দুলাল চন্দ্র সূত্রধর, বিপ্লব কুমার রায়, ড. সমিত ঘোষ, সমাজকর্মী সূরজ দাশ প্রমুখ। এছাড়াও উত্তরের রোববারের কর্ণধার বঙ্গরত্ন বিশ্বনাথ লাহা সহ আরো অনেকে আজকের এই আন্তর্জাতিক সাহিত্য সম্মিলন আলোচনা চক্রে উপস্থিত ছিলেন।এই আলোচনা চক্রটি সুচারুরূপে সঞ্চালনা করেন পরম্পরা প্রকাশনীর কর্ণধার গৌতম দাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct