আব্দুস সামাদ মন্ডল, কলকাতা, আপনজন: ডিএ-র দাবিতে আন্দোলন করছে রাজ্য সরকারের কর্মচারীদের একাংশ। শহিদ মিনারের কাছে ওই অবস্থান মঞ্চে শনিবার গিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। সেখানেই তাকে আচমকা ধাক্কা দেন এক যুবক। ডিএ অনশন মঞ্চে বক্তৃতা করার সময় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আচমকা গায়ে হাত তোলেন এক যুবক। জানা গেছে, ওই যুবক বাঁকুড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ সালাম। এদিন হঠাৎ বিধায়কের সামনে গিয়ে উপস্থিত হন তিন। মাইক হাতে তখন কথা বলছিলেন নওশাদ সিদ্দিকী। সে সময় নওশাদকে ওই যুবক এগিয়ে এসে জিজ্ঞেস করেন, আপনি সংখ্যালঘুদের জন্য কী করতে চাইছেন? এর পর নিজের শরীরের কোনও আঘাত চিহ্ন দেখান তিনি। জবাবে ভাঙড়ের বিধায়ককে বলতে শোনা যায়, আমি সংখ্যালঘুদের জন্য নির্দিষ্ট কিছু করতে চাইছি না। সংখ্যালঘু, সংখ্যাগুরু... কথা শেষ করতে না করতেই আচমকা নওশাদকে ধাক্কা মারেন ওই যুবক। চমকে গেলেও সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন নওশাদ,ওই যুবককে তত ক্ষণে ঘিরে ধরেছেন মঞ্চে উপস্থিত অন্যরা। সেই সময় নওশাদ তাঁদের শান্ত হওয়ার জন্য আবেদন করেন। তাকে বার বার বলতে শোনা যায়, এটা একটা নাটক... এটা একটা নাটক। পরে ওই যুবককে আটক করে নিয়ে যায় ময়দান থানার পুলিশ। আন্দোলনকারীরা জানান, ওই ব্যক্তিকে তারা চেনেন না। আগেও ওই মঞ্চে তাকে দেখা যায়নি। আটক হওয়া ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই ঘটনার সঙ্গে তৃণমূলের সংযোগ থাকার অভিযোগ করেন নওশাদ। তৃণমূল যদিও নওশাদের তোলা এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, যে ঘটনা ঘটেছে, তা তদন্তসাপেক্ষ। তাই সেই বিষয়ে আমরা কোনও মন্তব্য করব না। তবে তিনি ওই মঞ্চে গিয়েছিলেন অশান্তির উস্কানি দিতে। উস্কানির আগুনে ঘি দিয়ে তিনি রাজ্যকে অশান্ত করতে চাইছেন। তবে তার উপর এমন হামলার ঘটনা প্রসঙ্গে ভাঙড়ের বিধায়ক বলেন, আমার উপর হামলা করে কিংবা জেলে আটকে রেখে আমাকে থামানো যাবে না। আমি আগেও যে ভাবে সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করেছি, আগামী দিনে সেই লড়াই আরও দৃঢ় থেকে দৃঢ়তর হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct