টপি লস্কর, মগরাহাট, আপনজন: সাতসকালে কাঠের ব্রিজ ভেঙে পড়ায় বিপত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। ঘটনাটি মগরাহাট পশ্চিম বিধানসভার লক্ষ্মীকান্ত পুর গ্রাম পঞ্চায়েতের উত্তর বামনা গ্রামের। জানা যায়, শনিবার সকালে উত্তর বামনা গ্রামের প্রধান রাস্তা সংগ্রামপুর খালের উপরে কাঠের ব্রীজটি ভেঙে পড়ে। এরই জেরে বন্ধ হয়ে পড়ে গ্রামের মূল রাস্তা। ভাঙ্গা কাঠের ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষের। এলাকার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে কাঠের ব্রীজটি বেহাল অবস্থায় ছিল প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি।আজ সকালেই হঠাৎ ভেঙে পড়ে কাঠের ব্রীজটি। আর সেই ভাঙা ব্রিজ থেকে ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। উত্তর বামনা গ্রামের প্রধান রাস্তা ছিলো এটি। ব্রিজ ভেঙে পড়ায় বর্তমানে বিপাকে পড়েছেন কয়েক হাজার গ্রামবাসী।ভেঙেপড়া কাঠের ব্রিজ দ্রুততার সাথে অস্থায়ীভাবে মেরামত করতে ঘটনাস্থলে পৌঁছে নিজেই মেরামতের কাজ শুরু করলো মগরাহাট পশ্চিম যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ইমরান হাসান। অবশ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্রিজ মেরামতের কাজ শুরু করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct