আপনজন ডেস্ক: আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে গুজব নতুন কিছু না। সম্প্রতি পিএসজির সঙ্গে মেসির চুক্তি ঝুলে থাকায় তার পরবর্তী গন্তব্য নিয়ে বেশকিছু গুঞ্জন চাউর হয় গণমাধ্যমে। আর এইসব নিয়ে বেশ বিরক্ত মেসির বাবা হোর্হে মেসি। মেসি সম্পর্কিত অন্তত তিনটি খবরকে গুজব বলে মন্তব্য করেছেন হোর্হে মেসি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনটি খবরকে ভুয়া উল্লেখ করে মেসির বাবা লিখেন, ‘ভুয়া খবর! এসব বিশ্বাস করা যাবে না। আমরা আর কোনো ভুয়া খবর সহ্য করব না।’ যে তিনটি খবরকে হোর্হে মেসি মিথ্যা বলে উল্লেখ করেছেন সেগুলো হল- গত মঙ্গলবার পিএসজি কোচ গ্যালতিয়ের সঙ্গে সমস্যার কারণে অনুশীলন ছেড়ে চলে যাওয়া। নতুন চুক্তি স্বাক্ষরের জন্য মেসির দেওয়া শর্তে পিএসজি রাজি না হওয়া। আর মেসির সৌদি ক্লাব আল হিলাল থেকে ৬০০ মিলিয়ন ইউরো বেতন দাবি করা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct