আপনজন ডেস্ক: অসম রাজ্য চলচ্চিত্র পুরষ্কারের বেশ কয়েকজন বিজয়ীকে দেওয়া চেক বাউন্স হয়ে যাওয়ায় রাজ্য সরকার বিব্রতকর অবস্থায় পড়েছে। সোমবার এই পুরস্কার প্রদান করা হয়। শুক্রবার আট জন বিজয়ীকে দেওয়া নয়টি চেক ক্লিয়ারেন্সের জন্য উপস্থাপন করা হলে ব্যাংক ফেরত দেয়। এ বিষয়ে এক পুরস্কার বিজয়ী অপরাজিতা পূজারি জানান, ‘আমি শুক্রবার চেকটি জমা দিয়েছিলাম এবং ব্যাংক থেকে ফোন পেয়েছিলাম যে এটি বাউন্স হয়ে গেছে। তৎক্ষণাৎ আমি আয়োজকদের ফোন করে বলেছিলাম যে পর্যাপ্ত টাকা নেই।
পূজারী ২০১৮ সালের জন্য চলচ্চিত্রে সেরা লেখার পুরষ্কার জিতেছিলেন। সূত্রের খবর, অমৃত প্রীতম (সাউন্ড ডিজাইন), দেবজিৎ চাংমাই (সাউন্ড মিক্সিং), প্রাঞ্জল ডেকা (পরিচালনা), দেবজিৎ গাইয়ান (সাউন্ড ডিজাইন অ্যান্ড মিক্সিং) এবং বেঞ্জামিন দাইমারি (অভিনয়) এর মতো বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের হাতে চেক তুলে দেওয়া হয়।আসাম রাজ্য চলচ্চিত্র অর্থ ও উন্নয়ন কর্পোরেশন (এএসএফএফডিসি) কর্তৃক রাজ্য চলচ্চিত্র পুরষ্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়। চেকগুলিতে স্বাক্ষর করেন সংস্কৃতি বিষয়ক পরিচালক। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বিমল বোরা তার কর্মকর্তাদের অবিলম্বে তদন্ত করতে বলেছেন। আয়োজকরা শনিবার পূজারিকে ফোন করেছিলেন এবং তাকে আবার চেক জমা দিতে বলেছিলেন। তিনি বলেন, ‘তারা বলেছে, এবার তা ক্লিয়ার হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct