আব্দুস সামাদ মন্ডল, নদিয়া, আপনজন: আর কয়েক দিনের অপেক্ষার পরই রমজান মাস শুরু হতে চলেছে। বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা রোজার প্রস্তুতি নিতে শুরু করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে প্রতি বছরই রমজান মাসে ফল সবজি সহ বিভিন্ন খাদ্য দ্রব্যের অস্বাভাবিক হারে মূল্যবৃদ্ধি হয়ে যায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সংখ্যালঘু বুদ্ধিজীবী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে চিঠি করে অবগত করানো হয়। বুদ্ধিজীবী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হয় যাতে রাজ্যে সরকারের পক্ষ থেকে একটি টাস্ক ফোর্স গঠন করে মূল্য বৃদ্ধি রোধের সুব্যবস্থা করা হয়। পাশাপাশি সংগঠনটির পক্ষ থেকে আরও দাবি জানানো হয় যে রমজান শেষে খুশির ঈদে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য সরকারি ছুটি বাড়ানোর জন্য। এ বিষয়ে সংগঠনটি চেয়ারম্যান মোঃ মাহমুদুল হাসান জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন ধর্মের উৎসব গুলিতে পর্যাপ্ত সরকারি ছুটি দিয়ে থাকেন। তাই রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরাও দাবি করছি মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফেতরে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হোক। বুদ্ধিজীবী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন বলেন,আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করতে একটি টাস্কফোর্স গঠন করে তা সুনিশ্চিত করা। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বাবর হোসেন, নাজমুল ইসলাম, ইনজামুল ইসলাম, মাওলানা জাফর সিদ্দিকী প্রমূখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct