মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমানের গোদা বড় মসজিদ একটি বিখ্যাত প্রাচীন ঐতিহাসিক মুঘল যুগের মসজিদ। আনুমানিক ১৭৪২ থেকে ১৭৪৫ খ্রিস্টাব্দের মধ্যে এই মসজিদ নির্মাণ হয়েছিল। ইতিহাসের দিকে চোখ রাখলে দেখা যায় যে, আলীবর্দী খাঁ তখন বাংলার নবাব , ১৭৪২ খ্রিস্টাব্দে মারাঠা বর্গী রঘুজি ভোঁসলে বাংলায় লুটপাট শুরু করে, এবং বর্ধমান পর্যন্ত লুটপাট কোথাও কোথাও হয়েছিল। আলীবর্দী খাঁ বর্ধমান যুদ্ধে তাদের পরাস্ত করেন কিন্তু বর্গী রা বারবার অর্থাৎ ১৭৪৯ পর্যন্ত ৫ বার হানা দিয়েছেন বর্ধমানে। বর্ধমানের সামন্ত জমিদার চিত্র সেন রাই তখন বর্ধমানের খাজনা আদয়ের দায়িত্বে এবং মানিকচাঁদ বর্মন আলীবর্দী খাঁ র প্রতিনিধি। সেই সময় দিল্লির মসনদে ছিলেন সম্রাট বাহাদুর শাহ। শোনা যায় সেই সময় গোদা নামক স্থান , আলীবর্দী খাঁ সৈন্য সামন্ত রাখার সময় এখানে এই তিন গম্বুজ মসজিদ নির্মাণ করেছিলেন এবং এর অনতি দূরে একটি ত্রিশ বিঘা পুকুর/ দিঘী খনন করিয়েছিলেন। জনসাধারণের ও সৈন্য সামন্তের প্রয়োজনের জন্য। বর্ধমানে অলি গলিতে বহু স্থাপত্য ও তার সম্পত্তি ক্রমশ্য বেহাত হয়ে যাচ্ছে। উদ্ধার করার মত লোক বর্ধমানে খুঁজে পাওয়া যাচ্ছে না ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct