আপনজন ডেস্ক: পবিত্র কাবা ঘরের প্রতিকৃতিতে তৈরি স্বর্ণের বার পাওয়া যাচ্ছে যুক্তরাজ্যের বাজারে। যুক্তরাজ্যের মুদ্রা প্রস্তুতকারী সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান রয়্যাল মিন্ট তা তৈরি করেছে। ঈদ উপহার দিতে পবিত্র রমজান মাস শুরুর আগ মুহূর্তে তা আনা হয়। তা বিক্রি করে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য তহবিলও সংগ্রহ করা হচ্ছে। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়, পবিত্র কাবা ঘরের আদলে তৈরি স্বর্ণের বারটির ওজন ২০ গ্রাম। এর দাম এক হাজার ১১৯.১০ পাউন্ড। অবশ্য ওয়েবসাইটে একটি বারের মূল্য এক হাজার ১৬১ পাউন্ড দেখানো হয়েছে। দ্য মুসলিম কাউন্সিল অব ওয়েলসের পরামর্শে তা নকশা করেছেন ‘এমা নোবল’। গত ফেব্রুয়ারিতে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে লন্ডন, ম্যানচেস্টার ও গ্লাসগোতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ব্রিটিশ মুসলিম দাতব্য প্রতিষ্ঠান ইসলামিক রিলিফ। রয়্যাল মিন্ট তাতে অংশ নিয়ে তিনটি স্বর্ণের বার নিলামে তুলে এর অর্থ দান করেছে, যার পরিমাণ ছিল প্রায় ৯ হাজার পাউন্ড। রয়্যাল মিন্ট-এর পরিচালক অ্যান্ড্রু ডিকি বলেছেন, ‘১১ শ বছরের দক্ষতার ওপর নির্ভর করে আমাদের দক্ষ কারিগররা মুসলিমদের প্রধান সম্মানিত স্থান পবিত্র কাবা ঘরের প্রতিকৃতি অঙ্কনের চেষ্টা করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct