আপনজন ডেস্ক: রাজ্যের সরকারি স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতি নিযে সরব বিরোধী দলগুলি। বিশেষ করে িসপিএম তৃণমূলের আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে আদাজল খেয়ে নেমেছে। এবার তার পাল্টা নামতে চাইছে তৃণমূল। কালীঘাটের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাম আমলে চিরকুট লিখে চাকরি দেওয়া হত। তাই সিপিএমের শাসনে সেই চাকরি দেওয়ার সূত্র সামনে আনতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত বাম আমলে কারা কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছেন, সেই পুরনো ফাইল খুঁজে বের করে তালিকা তৈরি করতে। সেই সঙ্গে অধ্যাপক সংগঠন ওয়েপকুপা, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সব সংগঠনকে দেখতেব্রাত্য বসুকে দায়িত্ব দেন তৃণমূল সুপ্রিমো।
এর ফলে যারা বাম আমলের দুর্ণতি সামনে আসবে বলে তার আশা। সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়ে অপপ্রচার করছে। হাতে হাত মিলিয়েছে, কোনও চিন্তা করবেন না, হাতে হাত মিলিয়ে কাজ করুন’। তৃণমূলের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ঠিক এই সময়েই দলীয় নেতা মন্ত্রীদের নিয়ে সাংগঠনিক বৈঠকে অধ্যাপকদের সংগঠন ওবেপকুপা, প্রাথমিক শিক্ষক সমিতি, মাধ্যমিক শিক্ষক সমিতির সব সংগঠনের বিষয়টি ব্রাত্য বসুকে দেখার জন্য বললেন তৃণমূল সুপ্রিমো। সবাইকে নিয়েই সংগঠনে চলতে হবে। ব্রাত্য বসুকে উল্লেখ করে বৈঠকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত বাম আমলে কারা কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছেন, সেই তালিকা ব্রাত্য বসুকে বানাতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ‘দুর্নীতি তদন্ত আদালতে বিচার চলছে, আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করি না। সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়ে অপপ্রচার করছে। হাতে হাত মিলিয়েছে, কোনও চিন্তা করবেন না, হাতে হাত মিলিয়ে কাজ করুন’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct