নিজস্ব প্রতিবেদক, মোথাবাড়ি, আপনজন: উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষার নকলে বাধা দেওয়ায় স্কুলের প্রধান শিক্ষককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠলো একাংশ পরীক্ষার্থীদের বিরুদ্ধে। এমন কি বেশ কিছু পরীক্ষার্থী ক্লাসরুমের চেয়ার , টেবিল ভাঙচুর করে বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে মোথাবাড়ি থানার রথবাড়ি হাইস্কুলের এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েকজন পরীক্ষার্থী সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষককে কিল, চড়, ঘুষি মারে বলে অভিযোগ । তাতে প্রধান শিক্ষকের ঠোঁট কেটে যায়। সেই সময় আরো এক শিক্ষক আক্রান্ত হন। পরিস্থিতি থামাতে প্রথমে রথবাড়ি হাইস্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা ছুটে এলে জটিল আকার ধারণ করে। মুহূর্তের মধ্যে পরীক্ষা কেন্দ্রের ক্লাসরুম লন্ডভন্ড করে দেয় একাংশ পরীক্ষার্থীরা বলে অভিযোগ। যদিও সেই সময় স্কুলে দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে পৌঁছায় মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী।হাইস্কুলের প্রধান শিক্ষক সমন্বয় সরকার জানান, বাঙ্গিটোলা হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের কয়েকজন পরীক্ষার্থী নকল এবং একজন মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছিল। বিষয়টি জানতে পেরে তা কেড়ে নেওয়ার চেষ্টা করি। কিন্তু যার কাছে নকলের কাগজ ছিল, সেই হঠাৎ করে উত্তেজনা তৈরি করে এবং আমার উপর আক্রমণ চালায়। ওই পরীক্ষার্থীর দেখাদেখি ক্লাসরুমের আরো অন্যান্য পরীক্ষার্থীরাও উত্তেজিত হয়ে ওঠে। তারপরে তুমুল গোলমাল চলতে শুরু করে। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য, এরকম চলতে থাকলে আমরা নিরাপত্তাহীনতায় বোধ করছি। কঠোর পুলিশি নিরাপত্তা ছাড়া এরকমভাবে পরীক্ষা নেওয়াও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যদিও ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসনের কর্তারা স্কুলে এসেছিলেন, তাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct