আপনজন ডেস্ক: মারা গেছেন চীনের শল্য চিকিৎসক জিয়াং ইয়ানইয়ং। সাবেক এই সামরিক চিকিত্সকই ২০০৩ সালে বিশ্ববাসীর সামনে সার্স মহামারী নিয়ে চীন কর্তৃপক্ষের রাখঢাকের খবর ফাঁস করে দিয়েছিলেন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত শনিবার বেইজিংয়ে তার মৃত্যু হয় বলে জানান তার এক পারিবারিক বন্ধু এবং হংকংয়ে চীনা ভাষার একটি সংবাদমাধ্যম। তার বয়স হয়েছিল ৯১ বছর। সার্স মহামারী যখন সবে শুরু হয় তখন ডা. জিয়াং একটি চিঠি লিখে প্রাণঘাতী এই ভাইরাস সম্পর্কে সতর্ক করে বলেছিলেন, কীভাবে কর্মকর্তারা গণস্বাস্থ্যের উপর ভয়াবহ এই হুমকিকে অবজ্ঞা করছেন। সাহস করে সত্য সামনে এনে বহু মানুষের প্রাণরক্ষায় ভূমিকা রাখার জন্য পরে তিনি বিশ্বজুড়ে দারুণ প্রশংসিত হন। যদিও শুরুতে সত্য ফাঁস করার জন্য তাকে গৃহবন্দি হতে হয়েছিল।বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, ২০০৩ সালে বিশ্বজুড়ে আট হাজারের বেশি মানুষ সার্স ভাইরাসে আক্রান্ত হয়। মারা গেছে ৭৭৪ জন। ওই বছর এপ্রিলে বেইজিংয়ের একটি হাসপাতালে কাজ করতেন ডা. জিয়াং। সেসময় তিনি চীনের স্বাস্থ্যমন্ত্রীকে ফুসফুসের নতুন রোগ সার্স ভাইরাস সম্পর্কে জনগণকে তথ্য দিতে গিয়ে হাতেগোণা মাত্র কয়েকজন এ রোগে আক্রান্ত হয়েছেন বলতে শুনে শঙ্কিত হয়ে পড়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct