আপনজন ডেস্ক: আফগানিস্তানে বাস দুর্ঘটনায় স্বর্ণ খনিতে কাজ করা ১৭ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭ জন। বুধবার আফগানিস্তানের তাখার প্রদেশে বাস উল্টে হতাহতের এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা খামা প্রেস। বাসটি তাখার প্রদেশের চাহ আব জেলা থেকে আনজির এলাকায় সোনার খনির দিকে যাচ্ছিল বলে জানা গেছে। তালেবান সরকার নিযুক্ত চাহ আব জেলার গভর্নর মোল্লাহ জামানুদ্দিন জানান, হতাহতরা সবাই স্বর্ণ খনি শ্রমিক। তিনি আরো জানান, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২০ সালের সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী, ওই বছর আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ছয় হাজার ৩৩ জনের প্রাণহানি ঘটে, যা দেশটিতে মোট মৃত্যুর ২ দশমিক ৬ শতাংশ। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এএনআই বলছে, বিশ্বে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হিসাবে আফগানিস্তান ৭৬তম। অনুন্নত মহাসড়ক, দায়িত্বজ্ঞানহীন চালক এবং দুর্বল যানবাহনের কারণে আফগানিস্তানের রাস্তায় বছরে হাজারো মানুষ প্রাণ হারান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct