রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: বিদ্যালয়ে চলছে প্রার্থনা, উপস্থিত কেবলমাত্র প্রধান শিক্ষক। তারপর কেটে গেছে অনেক সময়। ঘড়ির কাঁটায় ১২ টা বাজলেও দেখা নেই অন্যান্য শিক্ষকের। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কেউ ক্লাসে, কেউ বা বাইরে অপেক্ষা করছে মাস্টার মশাই আসবেন বলে। বৃহস্পতিবার এমই চিত্র দেখা গেল কান্দির থানার অন্তর্গত জীবন্তির উদয়চাঁপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে। বিদ্যালয়ের এমন চিত্র দেখে ক্ষোভ জানালেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দেখা যায় বিদ্যালয়ে দু একজন শিক্ষক এসেছেন আর ছাত্রছাত্রীরা ঘুরে বেড়াচ্ছে। আমাদের দাবি বিদ্যালয়ে শিক্ষকেরা সঠিক সময় এসে ভালভাবে পড়াশোনা করাক। এ প্রসঙ্গে উদয়চাঁপুর নিম্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শিশু ওয়ান থেকে চতুর্থ শ্রেণির পর্যন্ত মোট শিক্ষার্থী ১৭০ জন। কিন্তু শিক্ষক কেবলমাত্র ৪ জন। তারমধ্যে একজন শিক্ষক ছুটিতে রয়েছে। একজন মিড ডে মিলের বাজার করতে গিয়েছে। দুজন ক্লাস নিচ্ছি। এলাকাবাসীর আরও বক্তব্য, শিক্ষকের অভাবে কেউ নিজের মতো অঙ্ক করছে, কেউ খেলা করছে, কিন্তু এইভাবে তো ভালো পড়াশোনা সম্ভব নয়। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক আরও বলেন, এমনিতেই শিক্ষক অল্প তারপরও মিড ডে মিলের দায়িত্ব, এছাড়াও অফিসের বিভিন্ন কাজ করতে হয়। সুতরাং প্রধান শিক্ষক স্বীকার করছেন বিদ্যালয়ে শিক্ষকের অভাবে পঠনপাঠন ব্যহত হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct