আপনজন ডেস্ক: আবারও বিশ্ব ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার রুয়ান্ডার কিগালিতে ফিফার ৭৩তম কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতির দায়িত্ব পেয়েছেন ৫২ বছর বয়সী এই সুইস আইনজীবী। ২০১৬ সালে সেপ ব্লাটারকে দুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া হলে তার স্থলাভিষিক্ত হন ইনফান্তিনো। ওই সময় তিনি ইউরোপীয় ফুটবল কর্তৃপক্ষ উয়েফার সেক্রেটারি জেনারেল ছিলেন। এরপর ২০১৯ সালের জুনে আবার ফিফার সভাপতি নির্বাচিত হন তিনি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো ফিফা প্রধানের দায়িত্ব পেলেন ইতালি ও সুইজারল্যান্ডের দ্বৈত নাগরিকত্বধারী ইনফান্তিনো। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আরও একবার তার সভাপতি হওয়াটা নিশ্চিতই ছিল। বৃহস্পতিবার শুধু আনুষ্ঠানিকতাটুকু সম্পন্ন হয়েছে। ২০২৭ পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। নতুন করে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় ইনফান্তিনো বলেন, ‘আমি সবাইকে ভালোবাসি। যারা আমাকে ভালোবাসে, আমি জানি এ সংখ্যা অনেক বেশি। আর যারা আমাকে ঘৃণা করে, তাদেরও। যদিও আমি জানি যে এ সংখ্যা অনেক কম।’ সমপ্রতি একজন সভাপতির জন্য চার বছর করে তিন মেয়াদে দায়িত্বে থাকার সীমা নির্ধারণ করে দিয়েছে ফিফা। কিন্তু নিয়ম আরোপের পরও ইনফান্তিনো ২০৩১ সাল পর্যন্ত থাকার সুযোগ তৈরি করে নিয়েছেন। গত ডিসেম্বরে তিনি ঘোষণা দিয়ে জানান, তার প্রথম তিন বছর পূর্ণ মেয়াদ হিসেবে গণণা করা হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct