আপনজন ডেস্ক: গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে আফ্রিকার দেশ মালাউইতে নিহতের সংখ্যা বেড়ে ৩০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ভয়াবহ ঘূর্ণিঝড়ে মালাউই-এর বিভিন্ন এলাকা ধ্বংস্তূপে পরিণত হয়েছে। বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়ি এবং উপড়ে গেছে অনেক গাছপালা। এছাড়াও ঘূর্ণিঝড় কবলিত এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এটি সবচেয়ে দীর্ঘস্থায়ী গ্রীষ্মমন্ডলীয় ঘূর্ণিঝড় গুলির মধ্যে একটি এবং সাম্প্রতিক বছরগুলিতে আফ্রিকার সবচেয়ে মারাত্মক ঘূর্ণিঝড় গুলির মধ্যে অন্যতম। বুধবার রাতে কর্তৃপক্ষ জানিয়েছে যে, মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছে। আগের প্রকাশিত সংখ্যার দ্বিগুণেরও বেশি এই সংখ্যা। মৃতের সংখ্যা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct