আপনজন ডেস্ক: প্রথম ২৪ বলে তুলেছিলেন ২৩ রান। এমন ব্যাটসম্যানকে নিয়ে খুব বেশি ভাবার কথা নয় প্রতিপক্ষের। নেপালের বোলাররাও ভাবেননি, সামনে কী ঝড় অপেক্ষা করছে তাদের জন্য। এরপর যা ঘটল, সেটিকে ঝড়ের চেয়ে ঘূর্ণিঝড় বললেই বেশি মানায়। শুরুতে ধীরগতির ব্যাটিং করা ব্যাটসম্যানটি পরের ১৭ বলে তুলেছেন ৭৭ রান। যার মধ্যে ১১টিই ছক্কা। নেপালের ত্রিভুবন ইউনিভার্সিটি গ্রাউন্ডে ঝোড়ো গতির এই ব্যাটিং করেছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যান আসিফ খান। ৩৩ বছর বয়সী এই ডানহাতি ব্যাটসম্যান নেপালের বিপক্ষে ওয়ার্ল্ড কাপ লিগ–২–এর ম্যাচটিতে তিন অঙ্ক ছুঁয়েছেন ৪১ বলে। ওয়ানডেতে এটি চতুর্থ দ্রুততম সেঞ্চুরি। টপকে গেছেন ৪৪ বলে সেঞ্চুরি করা মার্ক বাউচারকে। যা এক মৌসুমের সিটির হয়ে সর্বোচ্চ গোল দেয়ার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল টমি জনসনের। ১৯২৮-২৯ মৌসুমে সিটির জার্সিতে ৩৮ গোল করেছিলেন সাবেক এই ইংলিশ স্ট্রাইকার।
এখানেই শেষ নয়, চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল করার কীর্তি গড়লেন আর্লিং হালান্দ। ২০১২ সালে বার্সেলোনার জার্সিতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে প্রথম খেলোয়াড় হিসেবে ৫ গোল করার কীর্তি গড়েছিলেন আর্জেনন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২০১৪ সালে শাখতার দোনেৎস্কের জার্সিতে এই তালিকায় নাম ওঠান ব্রাজিলিয়ান ফুটবলার লুইস আদ্রিয়ানো। ম্যাচের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে স্কোরলাইন ৭-০ করেন ম্যান সিটির বেলজিক মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের। ৩১ বলে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন তিনি। কোরি অ্যান্ডারসনের সেঞ্চুরি আছে ৩৬ বলে। আর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ৩৭ বলে করেছিলেন সেঞ্চুরি। আসিফ সেঞ্চুরি করার পথে ফিফটিতে পৌঁছান ৩০ বলে, পরের ১১ বলে রান নিয়ে যান ১০০–তে। তাঁর ব্যাটিং–ঝড় বেশিই গেছে লেগ স্পিনার সন্দীপ লামিচানের ওপর। নেপালের সাবেক অধিনায়কের করা ইনিংসের ৪৯তম ওভারে টানা চারটি ছয় মারেন আসিফ। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৪২ বলে ১০১ রানে। তাঁর ইনিংসে ছিল ১১টি ছয় ও ৪টি চার। ওয়ানডেতে এটিই তাঁর প্রথম সেঞ্চুরি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct