আপনজন ডেস্ক: গত পাঁচ বছরে সবচেয়ে বেশি সংখ্যক হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে এমন রাজ্যগুলির তালিকায় শীর্ষে রয়েছে গুজরাত, যেখানে এই জাতীয় ৮০টি ঘটনার রিপোর্ট করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের (এনএইচআরসি) রিপোর্ট অনুযায়ী, ২০১৭-১৮ সালে গুজরাতে ১৪ জন, ২০১৮-১৯ সালে ১৩ জন, ২০১৯-২০ সালে ১২ জন এবং ২০২১-২২ সালে ২৪ জন হেফাজতে মারা গেছেন। গুজরাতের কারাগারগুলিতে বন্দিদের অবস্থা সম্পর্কে মন্ত্রকের দেওয়া পরিসংখ্যানও হতাশাজনক চিত্র তুলে ধরেছে। লোকসভায় কংগ্রেস সাংসদ আবদুল খালেকের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পেশ করা তথ্য অনুযায়ী, গুজরাত রাজ্যের কারাগারের ধারণ ক্ষমতা ১৩,৯৯৯ জন, বর্তমানে ১৬,৫৯৭ জন বন্দি কারাগারে রয়েছেন। গুজরাতের কারাগারগুলিতে ২,৫৯৮ জন বন্দি রয়েছে। লোকসভায় উত্থাপিত আরেকটি প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গুজরাতে মোট ৭৪৫টি থানা রয়েছে, যার মধ্যে ৬২২টিতে সিসিটিভি রয়েছে এবং ১২৩টিতে নেই। লোকসভায় জমা দেওয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সরকার গত দুই বছরে (২০২০-২০২১ এবং ২০২১-২০২২) গুজরাত পুলিশের উন্নতির জন্য বরাদ্দ করা ২৫.৫৮ কোটি টাকা দেয়নি। গুজরাত কংগ্রেসের মুখপাত্র হিরেন ব্যাংকার বলেন, গুজরাতে হেফাজতে মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা রাজ্যের জন্য লজ্জার কারণ। আইনের শাসন একটি সুশীল সমাজকে নিয়ন্ত্রণ করে। কিন্তু বিজেপি সরকারের কারাবাস ক্ষমতার অপব্যবহারের শামিল। কংগ্রেস নেতা পার্থিবরাজ সিং গুজরাত সরকারের সমালোচনা করেন। তিনি বলেন, গুজরাতের কারাগারগুলি ইতিমধ্যেই বন্দি উপচে পড়ছে। সরকারি রিপোর্ট অনুযায়ী, গুজরাতে এখনও ২২,৬৯৬ জন অভিযুক্ত পলাতক। যখন এই সমস্ত লোককে ধরা হবে, তখন তাদের কোথায় রাখা হবে? নতুন কারাগার নির্মাণ করা হবে? এগুলো কবে শেষ হবে, সেই প্রশ্ন তোলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct