নিজস্ব প্রতিবেদক, ভাঙড়, আপনজন: সাপের উপদ্রব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড়ের স্কুলে। আতঙ্কে ভাঙড় বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলেই। উদ্বিগ্ন অভিভাবকরা। ভাঙড় থানার পাঁচিলের সঙ্গে ভাঙড় বালিকা বিদ্যালয়ের অবস্থান। অপরদিকে রয়েছে ব্রিটিশ আমলের ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং। যেটি বর্তমানে ভূমি ও ভূমি সংস্কার দফতরের অধিনে। জরাজীর্ণ বাড়ী ভরেছে আগাছায়। কেউ কেউ বাড়িটিকে ভূতের বাড়ি বলে থাকেন।ধ্বংসপ্রাপ্ত বিল্ডিং থেকে মাঝে মধ্যে বেড়িয়ে আসে বিষাক্ত সাপ, পোকা মাকড়। মাঝে মধ্যে ঢুকে পড়ে ক্লাস রুমেও। ভয়ে আতকে ওঠেন শিক্ষার্থীরা। ক্লাস থেকে বেড়িয়ে আসতে হয় বাইরে। আবার কখন সাপ ঢুকে পড়ে এই আতঙ্কের মাঝে ক্লাস করেন শিক্ষার্থীরা। ভয়ে ভয়ে ক্লাস নেন শিক্ষিকারাও। শিক্ষাকর্মীরাও অফিসিয়াল কাজ করেন ভয়ের মধ্যেই। স্কুলের প্রধান শিক্ষিকা সন্ধ্যা মন্ডল আপনজন প্রতিনিধিকে বলেন, শিক্ষার্থীসহ আমরা ভয়ে ভয়ে বিদ্যালয়ে সময় কাটাই। কখন কি বিপদ ঘটে যায় ঠিক নেই! প্রশাসনের কাছে অনুরোধ করছি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct