নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: আগামীকাল শুক্রবার কলকাতা পৌর সংস্থার বাজেট অধিবেশন। আর বাজেটকে ঘিরে পৌর সংস্থার বাজেট অধিবেশনে মহাজোটের ইঙ্গিত দিলেন মিউনিসিপ্যাল একাউন্টস কমিটির চেয়ারপার্সন ও 92 নম্বর ওয়ার্ডের বাম কাউন্সিলর মধুছন্দা দেব। সর্বদলীয় বৈঠক থেকে কলকাতা পৌরসভার বাজেট অধিবেশনে এবার সাগরদিঘীর উপ-নির্বাচনের মডেল কে সামনে রেখে মহাজোট গড়ে বিরোধী কাউন্সিলররা আসরে অবতীর্ণ হবে যে সেই আভাস এদিন পাওয়া গেল। বৃহস্পতিবার কলকাতা পৌর সংস্থার বাজেটের আগে সর্বদলীয় বৈঠকের ডাক দেন চেয়ারপার্সন মালা রায়। বৈঠকে উপস্থিত হন বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ ও বিজয় ওঝা, বামেদের পক্ষ থেকে হাজির ছিলেন মধুছন্দা দেব ও নন্দিতা রায় সহ তৃণমূল কাউন্সিলর ও মেয়র পরিষদ সদস্য দেবাশীষ কুমার ও কলকাতা পৌর সংস্থার চিফ হুইপ বাপ্পাদিত্য দাশগুপ্ত। তবে এদিন সর্বদলীয় বৈঠকে হাজির ছিলেন না কংগ্রেসের কোনো কাউন্সিলর ।চেয়ারপার্সন মালা রায় জানান যে, প্রথা অনুযায়ী সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া হয়েছে। তিন দিন ধরে চলাকালীন এই বাজেট অধিবেশনে ট্রেজরেরি বেঞ্চ বা শাসক দল কে সংখ্যার অনুযায়ী সময় বরাদ্দ করা হয়েছে। আর বিরোধীদের সংখ্যা অনুযায়ী তাদেরকে ও সময় বরাদ্দ করা হয়েছে বলে জানান তিনি। মালা রায় জানান ,যে টুকু সময় বরাদ্দ করা হয়েছে তাতে বিরোধীরা জন্য আপত্তি জানাননি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বোর্ডের এই বাজেট অধিবেশনে সংখ্যায় কম হলেও প্রতিবাদের আওয়াজ তুলবেন বলে জানান বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও বিজয় ওঝা। তবে সজল ঘোষের দাবি ,এই বোর্ড আর এই সরকার থেকে থেকে বেশি কিছু আশা করা যায় না বলে কটাক্ষ সুরে বলেন সজল ঘোষ। তবে এদিন বাজেট অধিবেশনে মহাজোটের ইঙ্গিত দিয়ে রাখলেন বাম কাউন্সিলর তথা মিউনিসিপ্যাল একাউন্টস কমিটির চেয়ারপার্সন মধুছন্দা দেব। তিনি বলেন যে যদি মনে হয় যে সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত করে কিছু হচ্ছে তাহলে সবাই মিলে সেই বিষয়ে একসঙ্গে বিরোধিতা করবে বলে জানান তিনি। বিরোধীদের সুরে বোঝা যাচ্ছে যে আগামীকাল থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন বিরোধীরা ঐক্যর ভিত্তিতে একসঙ্গে মিলেই শাসক দলের জন কল্যাণমূলক নীতির বিরুদ্ধে সরব হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct