নিজস্ব প্রতিনিধি, কালনা, আপনজন: আশির দশকে ছাত্র নেতা সুশোভন মুখার্জির মৃত্যু দিনে এস এ ফাইএর মিছিলকে ঘিরে উত্তেজনা কালনা কলেজে। এসএফআই ও টিএমসিপির ছাত্র-ছাত্রীদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কিকে ঘিরে তুমুল উত্তেজনা দেখা দেয়। আশি দশকে কালনা কলেজে ছাত্রনেতা সুশোভন মুখার্জি খুন হয়েছিলেন আজকের দিনে অর্থাৎ 16ই মার্চ। প্রতিবারের মতন এবারও এসএফআই পক্ষ থেকে মিছিল করে ছাত্রনেতাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে আসে কলেজের ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ বহিরাগত যারা ছাত্র নয় ,তাদেরকে বাইরে থেকে নিয়ে এসে কলেজে উত্তেজনা সৃষ্টি করেছে এসএফআই কর্মীরা। এই নিয়ে দুই তরফের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়। পরে কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় সমস্যার সমাধান হলেও কলেজে উত্তেজনা রয়ে যায়। এ প্রসঙ্গে এসএফআইয়ের তরফ থেকে অভিযোগ করা হয় বৃহস্পতিবার দুপুরে কলেজে ঢুকে তারা শহীদ বেদীতে মাল্যদান করতে গেলে, তৃণমূলের বহিরাগতরা তাদের আটকায়, এরপরই দুই পক্ষ হাতাহাতিতে জড়ায়। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করে জানানো হয় এসএফআই কর্মীরা বহিরাগতদের নিয়ে কলেজে প্রবেশ করতে গেলে তারা বাধা দিলে বাধে অশান্তি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct