আনোয়ার হোসেন, হলদিয়া, আপনজন: শিল্পাঞ্চলে শুরুর হল দিদির সুরক্ষাকবচ কর্ম সূচি অনুষ্ঠিত হল হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মন্ডলের নেতৃত্বে। প্রথমে তিনি মন্দিরে পূজা দেন তার পরে একাধিক ওয়ার্ডে জন সংযোগ সারেন। কর্মী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি পৌঁছান। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও তীর্থ স্থানে যান। তিনি বলেন. দিদির যে ৬২ টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষে পাচ্ছে কি? না! সেগুলি দেখা ও যাতে সেই সুবিধা থেকে কেউ বঞ্চিত না হয়,সেই গুলি সরকারি আধিকারি কদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করা। তিনি আরও বলেন, এই কর্মসূচি তে সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে,এখানেই যেহেতু বিরোধীদলের বিধায়ক,তাই তৃণমূল কংগ্রেসে হলদিয়া শহর সভাপতি দিয়ে দলীয় কর্মসূচি পালন করেছে। হলদিয়া পুরসভাকে ৪টি এলাকায় ভাগ করে ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি পালন করা হচ্ছে। বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে বিরোধী দলের সমর্থকদের বাড়িতে যাওয়াকে। অন্যান্য জেলার সাথে পূর্ব ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচি পালন করেছেন দলের বিধায়ক ও জেলা সভাপতিরা। কর্মসূচিতে অংশগ্রহণ করেন হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুধাংশু শেখর মন্ডল, হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি স্বপন নস্কর,প্রাক্তন সি আই সি মেম্বার সেক আজিজুল রহমান,সেক আজগর আলী,সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct