আজিম শেখ, বীরভূম, আপনজন: স্মার্টফোনের যুগে চিঠিপত্র লিখে সংবাদপত্রের পাতায় ও রেডিওর নানা অনুষ্ঠানে জায়গা করে নিয়েছেন বীরভূম পুলিশের হোমগার্ড মুন্সি দরুদ। বীরভূম জেলার লাভপুর ব্লকের কাজীপাড়া গ্রামের ভূমিপুত্র তিনি। মুন্সি দরুদের পিতা পল্লীকবি মহম্মদ ওয়ারেস, মাতা রসুলা বেগম। পশ্চিমবঙ্গ, সম, ত্রিপুরা, ঝাড়খন্ড রাজ্যের দৈনিক সংবাদপত্রে মুন্সির অসংখ্য চিঠি প্রকাশ হয়েছে। তিনি চিঠি লিখেছেন ভারতের ৩১টি দৈনিক সংবাদপত্রে এবং অল ইন্ডিয়া রেডিও-আকাশবাণী, রেডিও জাপান, রেডিও তেহরানের অনুষ্ঠান । দশ বছরে সংবাদপত্রে সর্বাধিক ৪৮৫ টি চিঠি প্রকাশিত হয়েছে এবং রেডিওতে ১০ টি চিঠি সম্প্রচারিত হয়েছে । আঠাশ বছরের এই তরুণ পত্রকার পোস্ট কার্ডেও অসংখ্য চিঠিপত্র লিখেছেন । তাঁর পত্রের অক্ষরে গ্রাম বাংলার কথা, দেশের উন্নয়ন ও সংস্কারের কথা উঠে এসেছ। চিঠি লেখার সুবাদে ভারত সরকার অনুমোদিত ম্যাজিক বুক অফ রেকর্ড দ্বারা ২৩ ডিসেম্বর ২০২১ সালে পত্রকার হিসেবে জাতীয় রেকর্ড প্রাপ্ত হয়েছেন। ৩১শে জানুয়ারি ২০২২ সালে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মুন্সির নাম পত্রকার হিসেবে রেকর্ড ভুক্ত হয়। এছাড়াও একাধিক রেকর্ডসের স্বীকৃতি রয়েছে তাঁর । সংস্থাগুলি স্বীকৃতি স্বরূপ তাঁকে ট্রফি, মেডেল, পেন, সার্টিফিকেট, সিল্ড দিয়ে সম্মান জানায় । অবশেষে এশিয়া বুক অফ রেকর্ডস কর্তৃক গ্রান্ড মাস্টার পুরস্কার পেলেন এই তরুন পত্র লেখক । স্বাধীন ভারতের ইতিহাসে বাঙালি পত্র লেখক হিসেবে মুন্সি দরুদ চিঠি লিখেই প্রথম রেকর্ড করেছেন । ভারতবর্ষের বাঙালি পত্র-লেখক হিসেবে তাঁর জনপ্রিয়তা রয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct