আপনজন ডেস্ক: জাপানে জনপ্রিয় ব্যক্তিদের নিয়ে মুখরোচক কাহিনির ভিডিও কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা অর্জন করেছেন এমন একজন এমপিকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি কখনো পার্লামেন্ট অধিবেশনে যোগ দেননি; বরং তিনি সব সময় ইউটিউবের জন্য ভিডিও তৈরিতেই ব্যস্ত ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, দেশটিতে ১৯৫১ সালের পর এই প্রথম কোনো পার্লামেন্ট সদস্যকে বহিষ্কার করা হলো। সেটা প্রায় ৭০ বছর পর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct