আপনজন ডেস্ক: টানা ৬১ বছর ঘুমাননি তিনি। ১৯৬২ সাল থেকে তার স্ত্রী ছেলে-মেয়ে তাকে কখনও ঘুমাতে দেখেননি। তিনি ভিয়েতনামের এক বাসিন্দা। তার নাম থাই এনজক। সাক্ষাৎকারে তিনি নিজেই নিজের গল্প শুনিয়েছেন। এর আগেও তার ঘুম না আসা নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তাতে অবশ্য কোনও কাজ হয়নি। থাই এনজকের বয়স এখন ৮০। তিনি দাবি করেন, এক রাতে তিনি জ্বরে পড়েন। তারপর থেকেই তার ঘুম চিরদিনের মতো উধাও হয়ে যায়। তিনি মৃত্যুর আগে অন্তত একবার ঘুমাতে চান। চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের না ইনসমনিয়া বা অনিদ্রা। এর কারণে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। কিন্তু এনজকের তেমন কোনও শারীরিক সমস্যা নেই। তিনি সুস্থ সবল আছেন। এই বয়সেও তিনি ঘোরাফেরা, কাজকর্ম, চাষাবাদ সবই করেন। পান করেন গ্রিন টি এবং রাইস ওয়াইন। তিনি জানান, অনেক কাজ করলেও তিনি ক্লান্ত হন না। বেশি পান করলে এক-দুই ঘণ্টা শুয়ে থাকেন।দেশি মদ তৈরির কাজ করেন এবং রাত দুটো তিনটে পর্যন্ত ডিউটি করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct