আপনজন ডেস্ক: কানাডায় থাকার জন্য প্রয়োজনীয় ভিসার জন্য জাল নথি জমা দেওয়ার অভিযোগ উঠল ভারতীয় ছাত্রদের বিরুদ্ধে। আর সে কারণে প্রায় ৭০০ ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। কানাডার সীমান্ত নিরাপত্তা সংস্থা (সিবিএসএ) জানিয়েছে, ভিসা পাওয়ার জন্য ওই শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে নথিগুলো জমা করেছিলেন, তদন্তে সেগুলো জাল বলে প্রমাণিত হয়েছে। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পাস করা ওই শিক্ষার্থীরা কানাডার ‘এডুকেশন মাইগ্রেশন সার্ভিসেস’-এর মাধ্যমে ভিসার জন্য আবেদন করেছিলেন। পাঞ্জাবের জালন্ধরের এক ব্যক্তির মাধ্যমে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ওই ৭০০ জন ভিসার আবেদন করেন। ওই ব্যক্তি, প্রতি পড়ুয়ার কাছ থেকে ১৬ থেকে ১৮ লাখ টাকা নিয়ে তাদের কানাডার হাম্বার কলেজে ভর্তির ব্যবস্থা করার আশ্বাস দেন। কিন্তু অফার লেটার পেয়েও শেষ পর্যন্ত ওই কলেজে ভর্তি হতে পারেননি পড়ুয়ারা। পরে তাদের অন্য কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করানোর ব্যবস্থা করেন জালন্ধরের ওই ব্যক্তি। কিন্তু কানাডার অভিবাসন দফতর তদন্ত করে জানতে পারে, যে অফার লেটার দিয়ে তারা ভিসার আবেদন করেছিলেন, সেটি জাল।তাই তারা সেই ভারতীয় পড়ুয়াদের বাড়ি ফেরানোর সিদ্ধান্ত নিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct