এহসানুল হক, বসিরহাট, আপনজন: বসিরহাট রবীন্দ্রভবনে বুধবার অনুষ্ঠিত হল তৃণমূল সংখ্যালঘু সেলের সম্মেলন। বসিরহাট এক নম্বর ব্লক থেকে প্রায় দু হাজার কর্মী সমর্থক রবীন্দ্র ভবনে এসে পৌঁছায়। মিছিলে স্তব্ধ হয়ে যায় বসিরহাট শহর। এছাড়াও বিভিন্ন ব্লগ থেকে পার্শ্ববর্তী বিধানসভা বাদুড়িয়া ,সন্দেশখালি , হিঙ্গলগঞ্জ থেকে মানুষ আসতে শুরু করেন। মূলত রাজ্য সংখ্যালঘ ু সেলের সভাপতি বিধায়ক হাজী নুরুল ইসলাম বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন আগামী পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের কোন জায়গা নেই।বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের কাজ করেছেন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন। পাশাপাশি তিনি কর্মীদের উদ্দেশ্যে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, যাকে মানুষ চাইবে সেই প্রার্থী হবে প্রার্থী বাছাই নিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন তিনি। মানুষ যাকে পছন্দ করবে দল তাকেই টিকিট দেবে তাই টিকিট নিয়ে কোন মাতামাতি করবেন না, টিকিটের জন্য সুপারিশ করতে আসবেন না। এদিন আইএসএফ সম্পর্কে বলতে গিয়ে বলেন, আইএসএফ বলে বাংলায় কিছুই নেই, যারা আছে বিজেপির মিটিং হয়ে কাজ করছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমরা বরদাস্ত করব না।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি সরোজ ব্যানার্জি, বসিরহাটের সাংসদ নুসরাত জাহান, বসিরহাট উত্তর বিধানসভার চেয়ারম্যান এটিএম আব্দুল্লাহ রনি, বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তসী ব্যানার্জী, বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক রফিকুল ইসলাম, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র, ভাইস চেয়ারম্যান সুবীর সরকার, জেলা সংখ্যালঘু সেলের সভাপতি ইলিয়াস আলী সরদার, সহ-সভাপতি আব্দুর রউফ, বসিরহাট ২ ব্লক সভাপতি শিক্ষক মাসুদ আলম, টাউন সভাপতি রেহান আহমেদ কুরাইশী, বসিরহাট দক্ষিণ বিধানসভার সংখ্যালঘু সেলের সভাপতি ইমরোজ সহ একাধিক বিশিষ্ট জনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct